শুধু তোমাকেই

 বিশ্বাস করো, তোমরা, এখন আমার

কারো কে ভালোবাসতে ইচ্ছে করে না।

যখন দেখি তোমাদের মতো মেয়ে কে

অহেতুক নোংরামির শিকার হতে হয়,

অকারণে চোখের জল ফেলতে হয়।

তখন বিশ্বাস করো ওই অমানুষ গুলো  কে

থু থু দিতে ইচ্ছে করে।

আকাশ যদি অষ্টাদশী হতো, 

তুমি যদি আকাশ হতে, আমি কি হতাম দ্রাঘিমা? 

আমার একান্ত অনইচ্ছার পাখিটা কে

তুমি চুরি করেছো,  

তোমার তৃপ্তির শেষে ফিরেছো হাসি মুখে

যেন কলংকের তিলক বয়ে গেল,  

কি হবে এর পরিণাম? 

তোমার মাঝে হয়তো আমার অস্তিত্ব থাকবে না।

দেহ জগৎ, বড় জগৎ, ইচ্ছে তার কান্ডারী 

যতুগৃহে আগুন দিতে ব্যস্ত যে আজ গান্ধারী। 

আমি যদি আজ তারে পথে যাই পেয়ে

চুপিচুপি দেখে নেব কোন বাড়ির মেয়ে।

কালো জলে ফুটে থাকা আমার প্রেমের মালা

না পাওয়ার বেদনা নিয়ে গৃহমুখে  পথ চলা।


0 comments:

Post a Comment