"অভিমানের দেয়াল"

 এই পৃথিবীতে অভিমানের অর্থ সবাই বোঝে না।

 কেউ বলে-

মানুষটা ভীষণ রাগী 

  কেউ বলে-

মানুষটার ধৈর্য্য কম 

  কেউ বলে- 

মানুষটা কিছু বুঝতে চায় না তার মন বড়ই জটিল। 

সবাই হাল ছেড়ে দেয়, মানুষটার অভিমানের দেয়াল ডিঙিয়ে ঐ পাশটাতে কেউ যেতে চায় না।

 অথচ....

অভিমানের দেয়াল অত শক্ত হয় না, ভালোবেসে একটু টোকা দিলেই হয়তো ওটা হুড়মুড় করে ভেঙে পড়তো। একটু স্পর্শ করলেই হয়তো এক মুহূর্তে গলে যেতো।

    যে রাগে একটু হলেও ভালোবাসা মেশানো থাকে সেটাকে রাগ বলে না।

   


 " সেটার নাম হলো- অভিমান
"

এই পৃথিবীতে যারা রাগ আর অভিমানের পার্থক্য বুঝে না, তারা আসলেই ভালোবাসতে জানে না। 

0 comments:

Post a Comment