সাগর বলছে প্রজাপতি তুমি এলে অবশেষে,
দিন যামিনী কাটে আমার তোমার ভালবেসে।
এই সাগর তোমার এই ঢেউ নীল জল তোমার,
তুমি শুধু অসীম আকাশের মত থেকো আমার।
সাগরের নীল চোখে স্বপ্ন দেখি তোমারে লয়ে,
ঢেউগুলো যাক না মিষ্টি বাতাসের সাথে বয়ে।
অনন্ত অসীম প্রেমময় তুমি নীল জলের স্বপন,
তুমি এসে সাগরজলে করেছ আমারে আপন।
আজিকার ক্ষণে মেঘকে বলেছি বৃষ্টি দিওনা জলে,
প্রশান্ত বদনে নির্ভীক হৃদয়ে সে কত কথা বলে।
মহিমা রাজি করিতে প্রকাশ প্রজাপতি এলো,
জানিনা বিশ্বের জ্ঞান ভাণ্ডারে কি সে পেলো।
যখন আঘাতে আঘাতে ভাঙছে সাগরের তীর,
শুধু প্রজাপতি হতে দেয়নি আমার কোন অস্থির।
সাগর জলে পড়েছে তোমার আপনার ছায়া,
মনে কত কথা রচিলে প্রিয়া ঘন গম্ভীর মায়া।
সাগর কোথায় দেখিতে এলে দুটি ডানা মেলে,
মনে পড়ে প্রিয়া অনেকদিন আগে এসেছিলে।
অমৃতময়ী সাগর কূল সারাদিন খুঁজি তারে,
বলতো তুমি কেন এত মায়া দাও বারে বারে।
প্রত্যুষের শিশির মোড়ানো জল আঙিনায় তুমি,
শঙ্খচিল হয়ে আঁটোসাঁটো রোদের মেলায় আমি।
নববসন্তে নবীন মিলনে সাগরে তোমারই খুঁজি,
তুমি হৃদয়নাথ মঙ্গল ডোরে ফুল লয়ে সাঁজি।
তুমি আপন করে সাজালে বিশ্ব সুন্দর প্রকৃতি,
তুমি ঘুমেরও ঘোরে কথা বল আপন প্রভাতী।
দিয়েছো তুমি জলে ঢেলে যেন রাশি রাশি ছন্দ,
সাগর আর প্রজাপতির মাঝে নেই কোনো দ্বন্দ্ব।
তুমি ছুঁয়ে দেখেছো সাগরের জল কত শীতল শান্ত,
সারা দিনরাত চলে ঢেউ আর ঢেউ তবু নেই ক্লান্ত।
হে প্রজাপতি তুমি শত জনমে অনবদ্য সুন্দর,
নতুন করে কোন গল্প লেখার অবকাশ নেই তার।
স্বীয় জগতে সে বনলতার মাঝে অনন্য সুন্দরও,
সাগর জলরাশিকে ভালোবাসে নতুন করে আরও।
মাঠের পরে বৃষ্টি এলো তুমি থেমে যাও রেণু-বনে,
বৃষ্টির শব্দে জলরাশিতে সাগর বাজায় বেণু মনে।
এখানে আকাশ আছে খোলা পাড়ি দাও দাও,
হৃদয়ের সব কথা সাগর জলরাশিতে বলে যাও।
ক্ষণিক দীপ্ত লোকে সাগরে আলো-ছায়ার খেলা,
তুমি এলে হৃদয় জুড়ে, কেটে যাবে সারাটি বেলা।
তুমি দেখ চেয়ে ঘন মেঘের শ্রেণিতে কত জলকণা,
প্রজাপতি আর সাগরের প্রেম রইল অজানা।



0 comments:
Post a Comment