খুব সুন্দর

খুব সুন্দর, মা দিয়েছে সুশিক্ষা তাই কম হয়েছে ভুল,

গুলিস্তানে কত ঘ্রাণ, বিনা হুকুমে ছিঁড়িনি তো ফুল।

রোদের তাপে শুকায়ে কচি পাতা ওড়ে ভুল স্রোতে,

সেদিন বাদল-মেঘে শপথ হোক কঠিন ব্রতে।

অভিমানের গাঢ় বিক্ষোভ তোমার অন্ধ করেছে কুশিক্ষা,

শ্যামল মনে চির আকাঙ্ক্ষায় খুঁজে ফেরো সুশিক্ষা।

একদিন আচমকা আর্ত ব্যাকুল স্বরে কেঁদে ওঠে পাপরাশি,


ওগো সুন্দর শ্যামল ভুবনে পাপ কেহ নাহি ভালোবাসি।

অবগুন্ঠন ছায়ে হেরিলাম হৃদয়ের স্বপন মেলে,

ঝরা শিউলি যেন রাশি রাশি হৃদয়ের পাশে খেলে।

তুমি মুক্ত বনের দুষ্টু পাখি ওই ঘন নীল আকাশে,

চিরন্তন শ্যাম রূপে লুটিয়ে পড়া সবুজ বাতাসে।

শিশিরভেজা সবুজ ঘাসের ছন্দের মত তুমি চির সবুজ মেঘের বুকে হৃদয় মেলে মনটা হোক না চির অবুঝ।

ভুল পথ গুলো অচেনা হোক না তাহা চির নিষিদ্ধ,

অমৃতময়ী ভালোবাসা মুকুল ছন্দে থাকনা সীমাবদ্ধ।

0 comments:

Post a Comment