মাঝে মাঝে মনে হয় হারকিউলিস
হয়ে যাই,
ধর্ষকের কাটা পুরুষাঙ্গ হাতে দৈনিক
সংবাদে আমার ছবি বের হোক।
মাঝেমধ্যে মনে হয় বিচারপতি
হয়ে যাই,
ছায়াছবির নেপথ্য জজের মত
মূহুর্তের মধ্যে ধর্ষকের ফাঁসির
আদেশ নিশ্চিত করি।
মাঝেমধ্যে মনে হয় কোর্ট চত্বরে ঐ
পাথুরে মূর্তির বাঁধন খুলে দিয়ে
চিৎকার করে বলি,
" মহান ন্যায়প্রতীক! আর কতদিন কালো
কাপড়ে তোমার চোখ
বাঁধা থাকবে?
নাকি পাথুরে শরীর বলে তোমার ধর্ষিত
হবার ভয় নেই..?"
আমি মুক্তি চাই!



0 comments:
Post a Comment