মাঝে মাঝেই কাশি তারপরে জ্বর,
পরিজনে আতঙ্কে কাঁপল থরথর!
আকাশ ভেঙে পড়ল মাথার 'পরে,
মরার আগেই সকলে মরল ডরে!
দেরি করা বোকামি মহামারীকাল,
বৃদ্ধের ঠিকানা হলো হাসপাতাল!
একদিন...দুই দিন...তিনদিন যায়,
বৃদ্ধ শুয়ে থাকেন অলীক আশায়!
ভর্তি করে স্বজনে সেই যে গেলো,
তারপরে কেউই আর নাহি এলো!
হাসপাতালের নার্স লক্ষ্য করলেন,
'বিরল ঘটনা' ক্যামেরায় ধরলেন!
নিয়ম করে একটা কবুতর রোজ,
একবার করে আসে নিতে খোঁজ!
শরীরের উপরে বসে নীরবে চায়,
কিছুক্ষণ পরে সে উড়ে চলে যায়!
খবর নিয়ে তিনি জানলেন এই,
একটা পার্ক আছে খুব কাছেই।
সেথায় হাঁটতে গিয়ে বৃদ্ধটি ভোরে,
খাবার দিতেন তাকে আদর করে!
ছেলেমেয়ে পরিজনের মতন তাই,
কবুতর অকৃতজ্ঞ হতে পারে নাই!



0 comments:
Post a Comment