ভালবাসা যত বড় জীবন তত বড় নয় স্বর্গীয় ভুবনে,
আঁকা আঁখীতে অমর হয়ে থাক প্রেম স্বীয় মরনে।
তুমি আমার অহংকার তুমি বাংলা তুমি গৌরব,
তুমি হৃদয়ের আকর্ষন নিত্য ছড়াও পরাগের সৌরভ।
মুক্তদ্বার অন্তরে রুপ রচনায় তুমি কবিতা গুচ্ছ,
তুমি জল মঞ্জিলে ছায়া মুর্তি আমি ডাকি হে শুনছো?
জলে ভাসা পুস্প মানব লোকে রুদ্রু বেশে আলোড়ন,
এমনই ভাবে চির নবীন মনে প্রলয় করো জাগরন।
তুমি ঝড় তরঙ্গ কল্পনার লিপিচিত্র সঞ্জয়িতার,
স্নিগ্ধ সুরে ছায়া শুন্য মনে তুমি জল আঙিনায়।
ভাঙে না তোমার অনন্ত স্বপ্নের ছন্দে ঘুমের ঘোর,
বহু কাল ধরে ডাকিতে তোমার প্রেম নিশি ভোর।
তুমি সন্ধ্যার মেঘ মালা তব অন্তরে নব বাহিরে,
তুমি ছায়া মুর্তি ফুল মুর্তি জনম জনম চাহিরে।



0 comments:
Post a Comment