পাপী

 সত্য  কথা  তিতা, 

কেন বললাম , নিচে পড়ে দেখুন তাহলেই  বুঝতে  পারবেন।  (ইনশাআল্লাহ) 


মেয়ে :

ঢং করে ছবি তুলে ফেসবুকে সবাইকে দেখালে কয়েকটা ছেলে তোমার নষ্টামি করা ছবি দেখে তোমার প্রেমে পড়বে। তুমি বেশ কয়েকটা লম্পট ছেলের মন জয় করতে পারবে।


কিন্তু একজন সত্যিকারের পুরুষ কখনো তোমার এইসব ঢং করা ছবি দেখে তোমার প্রেমে পড়বে না এবং তোমাকে বিয়ের জন্য প্রস্তাব ও দিবে না।

কারণ সে জানে! ঢং করলে সংসার চলে না। তাদের ঘরের বউ হিসেবে সে চায় একজন ভদ্র মেয়ে, যে কিনা তাদের সংসারটি গুছিয়ে রাখবে।


সে জানে তোমার মত মেয়েকে তাদের ঘরে নিলে, চুলোয় তরকারী বসিয়ে রেখে তুমি সেলফি আর সাজতে ব্যস্ত হয়ে যাবে। ওদিকে তরকারী সব পুড়ে যাবে তার খবর তোমার থাকবে না।


আবার বলি:

মেয়ে তোমার ঢং করা ছবি দেখে কয়েকটা লম্পট ছেলে তোমার প্রেমে পড়বে। একজন প্রকৃত পুরুষ নাহ।


ছেলে:

বন্ধু মহলে নিজেকে অনেক বড় নেতা ভাবলেও তোমাকে তোমার বন্ধুর বোনের জন্য কখনো তোমাকে স্বামী হিসেবে গ্রহণ করবে না। কারণ সে চাইবে তার বোনকে একজন সৎ পাত্রের হাতে বিয়ে দিতে। তোমার মত নেতা গিরি করা লম্পট ছেলেকে নাহ।


আপু কয়টা সেলফি ফেসবুকে আপলোড করা যাবে ?  


আমি:  যতগুলো জাহান্নামের ডান্ডা সহ্য করার ক্ষমতা আছে, ততগুলো সেলফি আপলোড করা যাবে,,


কবিতাটি পড়ুন মনোযোগ  দিয়ে: 


কি হবে আইডি খুলে, অযথা সূফি সেজে?

লুচ্চামি করো যদি মেয়েদেরি পোষ্টে গিয়ে!


কি হবে দাড়ি টুপির সেলফি তুলে, 

ধার্মীকতার জিকির তুলে!

কমেন্টে তেলামী করো যদি সবি ভুলে ৷


টাইমলাইনে ভদ্রবেশে দরবেশী ভাব ধরো, 

মেয়েদের ছবি দেখলে ওয়াও লাভ রিয়েক্ট করো,

কি হবে ধোঁকা দিয়ে দাড়ি টুপি লেবাসটাকে?


কি হবে ললনা তুমি বোরকা গায়ে ছবি দিলে?

ইনবক্সে ছ্যাঁচড়া যখন পরায় মালা তোমার গলায়!


কমেন্টের রিপ্লাইতে করো যদি লুতুপুতু,,

মাদ্রাসার সুনাম নিয়ে খেলছো যখন কাতুকুতু ৷

কি হবে ধোঁকা দিয়ে নারীজাতির বিবেকটাকে??


কি হবে টাইমলাইনে বুখারী শরীফের হাদীস লিখে?

ইনবক্সে যদি না পারো নিজেকে কন্ট্রোল করতে!


কি হবে বোরখা পরে যদি মুখ খোলা থাকে..!!

কি হবে হিজাবের লেবাস ধরে টাইট ফিট জামা পড়ে,


কি হিবে পর্দা নামের পোষাকটাকে

আধুনিকতার নাম দিয়ে..!!


হে আল্লাহ !  আপনি আমাদের সবাইকে  হেদায়েত  দান করুন । ( আমিন)

0 comments:

Post a Comment