নীলাভ গগনতলে সমৃদ্রের উত্তাল
ঊর্মি'র তরে বয়ে চলে ক্ষণিক জীবন ।
এ যেন নীল সমুদ্র ছফে বিশুদ্ধ সমীরে ভেসে আসা কিছু জীবন্ত স্মৃতিপট।
উদ্দেশ্যহীন হেটেচলা,অতল সমুদ্রে প্রান্তর খোঁজা আজ সব যেন সময়ের মরীচিকা।
প্রিয় নীলিমা;
কোন এক বাসন্তী'র তপ্ত দুপুরবেলা তোমাকে নিয়ে সমুদ্রে যাত্রা হবার কথা ছিল
লাল-নীল-সাদা ঝিনুকে আমাদের গল্পগাথার ইচ্ছেও ছিল তবে কি আশ্চর্য আজ আমাদের সবকিছুই নীলসমুদ্রের সাদা ফেনা যা মুহূর্তের আনন্দে হয় অদৃশ্য।
প্রিয় নীলিমা;
শেষবার যখন শরৎ কাশফুলের
ঢেঁউ গুনেছিলাম তুমি পাশেছিলে
গোধূমচূর্ণ হয়ে যখন পশ্চিম আকাশে সূর্য রক্তিম রুটির মত হয়, ঠিক তেমন ছিলো তোমার চোখ।সারাদিনের ক্লান্তি গায়ে মেখে
মেরুন রঙের শাড়ী পড়ে যখন তুমি আমার অভিমুখী, তখন সন্ধ্যে মুড়িয়ে গেছে, আসার আগেই তোমার চলে যাবার অভিপ্রায়।
প্রিয় নীলিমা;
জীবনটা এমনি তিব্রবেগে ধেয়ে এসে কিনারায় আচড়ে পরে মূহুর্তেই বিলীন হওয়া।



কোন এক বাসন্তী'র তপ্ত দুপুরবেলা তোমাকে নিয়ে সমুদ্রে যাত্রা হবার কথা ছিল
ReplyDelete