বই পড়ি জীবন গড়ী


স্বীয় মনকে বলি ভালো বই পড়ি জীবনটা গড়ি,

স্বর্ণ অলংকারের মত মনের রাজ্য জ্ঞানে ভরি।

নেত্র পল্লব থরে থরে সাঁজাই জ্ঞানের ঐ সূর্মায়,

তব নিশীথিনী নাথ আসিবে আমার আঙিনায়।

কাব্যময়তা কবিত্বময় কবিত্ব পূর্ণ পুস্তক পাঠে,

মায়াবী নয়নে বিছাও স্বপন নানাবর্ণ রূপ বাটে।

অন্ধকার বিষণ্নতা ফেলে ছড়াও আলো গগনে,

বাধাবিঘ্ন পার হয়ে থাকিও মন জ্ঞানের তীরে মগ্নে।

হোক তালিম নতুন শিক্ষা গভীর ভাবে ধ্যানরত,

পুস্তকে ধ্যানে, ধরণীতে আরও আছে জানার কত।

চিরসুখ বিরাজ করে পুস্তকপাঠে মনের ছোট্ট ঘরে,

মন রঙিন আশার স্বপ্নে দোলে আকাশের তীরে।

শ্যামল মুখের পানে চাহি মমতায় ছলে নম্র শিরে,

ভক্তিভরে নম্রশিরে সর্বজ্ঞান আসুক হে ফিরে।

0 comments:

Post a Comment