তোমাকে দেখার তীব্র বাসনা
আমাকে টেনে আনে তোমার
শহরে, অথচ দেখা হয়না আমাদের!
তোমার প্রতিবিম্বও দেখিনা আমি
অজস্র মৃত্যুর ছায়া আমাকে টেনে
নিতে চায়, বড্ড অবসন্ন লাগে
আয়ু কমছে প্রতিদিন!
ভাবনায় তোমাকে দেখি পদধ্বনি
শুনতে পাই দূর থেকে, অসীম শূন্যতায়
অনিমেষ দৃষ্টি রেখে তাকিয়ে থাকি;
শান্ত নদীর অশান্ত ঢেউ আছড়ে পড়ে
বিস্তির্ণ বেলাভূমিতে!
তোমাকে একটিবার দেখার আর্তিতে
শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকি অসীম শূন্যতায়
তোমাকে দেখি সবুজ বনানীতে তৃষ্ণিত
নয়নে অপলক মুগ্ধতায়।
সোনালী বিকেলে, ধূসর সন্ধ্যায়, দোতলার
ছাদে, ধূলোপড়া অস্পষ্ট রেলিং কিম্বা
অপরিচিত লনে।
বাড়ির পুরোনো দেয়ালজুড়ে তোমাকে
দেখার বিশ্বাস নিয়ে তাকিয়ে থাকি।
বিষন্ন পৃথিবীর অস্থির শোক ভুলে
পথচারীদের সাথে পা বাড়াই তোমাকে
দেখার বিশ্বাস নিয়ে।
অথচ দেখ! তোমার থেকে কয়েক ইঞ্চি
দূরে থেকেও আমাদের দেখা হয়না
তোমাকে দেখার বিশ্বাস নিয়ে আমি
ঠায় বসে থাকি তোমাকে দেখবো বলে!



0 comments:
Post a Comment