বর্ষার রূপ


আজি এসেছে মেঘ আকাশ ছেয়ে,

   বৃষ্টির সুবাস বহে বাতাস বেয়ে।

থেকে থেকে ওই সবুজ মাঠের পরে,

   শত শত বারিধারা ঝড়ে পরে।


পুলকিত হৃদয়ে আমার আজি,

  পুরাতন সুর গুলো উঠিল বাজি।

আজি এসেছে মেঘ আকাশ ছেয়ে,

  বর্ষার রূপ হেরি নীরবে চেয়ে।


ঈশান কোণেতে ওই ঝড়ের বাণী -

গুরু গুরু রবে করছে ধ্বনি।

চারিদিকে ভেকেদের ডাকে মনে হয়, 

যেনো এক জলসা বসেছে সেথায়।


আজি এসেছে মেঘ সাঁঝের বেলায়,

 বাতাসের শিথিলতায় মন ভরে যায়।

সন্ধ্যায় আকাশে ওঠেনি তো চাঁদ,

  অন্ধকারে ঢেকে রয়েছে রাজপথ।


দিনের আলো নিভে গেলে,

 বসে আছি মোমবাতি জ্বেলে।

সেখানেও অন্ধকার বাসা বেঁধেছে,

আজি আকাশ মেঘে ঢেকেছে।।

0 comments:

Post a Comment