জগতে আমরা সবাই সবার সাথে কম বেশি স্বার্থের জন্য মিশি, চলি- এটি মানুষের খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। যারা তা করে না তারা মহামানব বা মহামানবী। আত্মীয়দের মধ্যে যার টাকা একটু বেশি, যে একটু ভাল পজিশনে জব করে তাদের খাতির অন্যদের থেকে এমনিতেই বেশি। এতে দোষের কিছু নেই কারন কম বেশি আমরা সবাই এভাবেই চিন্তা করি। এমনকি স্কুলের ক্লাস ওয়ান টুতে পড়ার সময়েও দেখা যায় যে ছেলে বা মেয়ের খেলনা বেশি বা যাদের বাসায় গিয়ে ভিডিও গেম খেলা যায় তাদের খাতির একটু বেশি।
তবে এভাবে চলতে চলতে এক সময় স্বার্থ নিয়ে চিন্তা কমতে থাকে এবং আন্তরিকতা বাড়তে থাকে। এটিও স্বাভাবিক ব্যপার। তাই সবার বন্ধু হয়, সবাই প্রেমে পড়ে, সবার কিছু না কিছু মানুষের সাথে আন্তরিক সম্পর্ক হয় স্বার্থের কিছুটা হলেও উপরে উঠে।
কিন্তু কিছু লোক শুধুই স্বার্থ নিয়ে চলে এবং স্বার্থ নিয়ে চিন্তা করে। আন্তরিকতাকে তারা লস বলে মনে করে এবং তারাই জীবনে ধরা খায় সবচেয়ে বেশি। কারন তাদের আপন কেউ থাকে না- একজন মানুষও না।



0 comments:
Post a Comment