বিনয় এনেছে সম্মান গভীর ভালোবাসার নব সওগাত,
বিনয় দিতে পারে সুন্দর আচরণ ভরেছে দিনরাত।
একে অপরের সম্মান করিলে প্রেম হয় পবিত্র উন্নত
জীবনের প্রভাতে মনের মালাতে ফোটে ফুল শত।
শান্তির চেয়েও আরো শান্তি আসে নব বসন্তে,
প্রিয় চেয়ে আরও প্রিয় হয় মন নিজের অজান্তে।
পবিত্র প্রেম রোপন করেছে যেন স্বর্গের পারিজাত,
পবিত্র প্রেম হোক প্রার্থনা মনের সওগাত প্রভাত।
চৈত্র জোছনা রাতে নীপশাখে উঠতো ফুটে প্রিয় ফুল,
সুন্দর আচরণে মুছে যাবে জগত সংসারের যত ভুল।
পত্র লেখার বক্ষে মিশে থাক ভালোবাসার ঐ বাণী
একে-অন্যের বেদনায় ভরে উঠুক আঁখিতে পানি।
অশ্রুজলের ভালোবাসা মন্থরতা গভীরে ভরা,
সেই ভালবাসায় প্রিয় সেই বাণীগুলো দেয় ধরা।
বিরহের শ্রাবণে পূজার পুষ্পগুলো মনেতে সাজে,
কখন শুনিব প্রিয় সেই বাণী মন সাজে নম্র তাজে।
দিয়েছি আমার শত জনমের ভালোবাসা তব চরণে,
অশ্রু চোখে এই ফুল রেখো সারাটি জীবন স্মরণে।
প্রিয় নামটি বাঁধিয়ে রাখি মন মঞ্জিলে নব মনে,
মনের চিত্রলেখা ফুল হয়ে ফুটেছে ওই কুঞ্জবনে।
হরিণ আঁখিতে কত স্বপ্ন দেখি ক্ষতি কি তাতে,
সেই স্বপ্নের স্রোত পূর্ণ করতে স্বপ্ন বুনি দিন রাতে।
মোহ গৃহে ভালোবাসা সাজাই আমার সিংহাসনে,
শান্তি চেয়ে অশ্রু ঝরায় আমার বুকের বসনে।
প্রিয় আমার আরো প্রিয় হয়ে থাক মন দর্পণে,
প্রিয় আমার আরো প্রিয় হোক মন স্বপনে।
প্রিয় সেই মনে আমার নামটি থাকনা যশোগানে,
ভালোবাসার আশীর্বাদ গুলিস্তান ভরুক না ঘ্রাণে।
জীবন তরী বয়ে বয়ে যাবে ভালোবাসার সেই স্রোতে,
একে অন্যের সম্মানে ফুল ফুটবে দিন রাতে।



0 comments:
Post a Comment