আমার বাংলা


তুমি ছায়া বীথি ছায়া গীতি সবুজ নীরবতা,

তোমার কাছে এলে মুছে যায় টুকরো টুকরো ব্যাথা।

কোন মহিমায় তুমি এত সুন্দর অনন্ত প্রেম হলে,

তুমি সবুজের অপ্সরা হৃদয় ভরে মহিমা পেলে।

ভ্রমণ পথে আকাশের তলে যেন আপন ছায়া পাই,

রচিতে হৃদয় সবুজ প্রেমঘন গম্ভীর তুমি তাই।

মাধবী কুঞ্জে ওগো প্রিয় তুমি যেন সবুজের লতা,

অনেক সাধনার পর এলাম ভুলিবনা সেই কথা।

একটু জায়গা দাও তোমার নিবিড় ছায়াতলে,

হে সবুজ পাতা, তুমি কি ভালোবাসা খুঁজে পেলে?

তুমি সারাজীবন থেক শ্যামল অঞ্চলটি হয়ে,

প্রেমের সেই অনুরাগগুলো সবুজ হয়ে যায় বয়ে।

তোমার দেখিলে পলক পড়ে না হারায় ভাষা,

চাহি তপনের পানে তুমি যে আমার ভালোবাসা।

0 comments:

Post a Comment