বিপদ একদিন কেটে যাবে, থেমে যাবে ঝড়,
আবার নতুন ফসল, জমি উর্বর।
সূর্য আগের মতো,দেবে তার আলো,
চন্দ্র উঠবে হেসে, হবে সব ভালো।
ঘুরব আগের মতো, এদিক ওদিক,
বাধা নেই আর কোন,খোলা সবদিক।
আবার নতুন গান, নতুন কবিতা,
মনে ভাবি যা কিছু, লিখে ফেলি তা।
আবার দল বেধে, ঠাকুর দেখা,
নিজের ইচ্ছে মত,সব কিছু শেখা।
আবার সকাল থেকে ঢাকের শব্দ,
মাইকে শুনব আবার, মান্না হেমন্ত।
আবার শীতেতে যাব, বনভোজনে,
কত গান গেয়ে যাব, আপন মনে।
আবার নতুন করে ভালো তো বাসব,
দূরে নয় আরও কাছে, কাছেতে আসব।



0 comments:
Post a Comment