একাই বাইবো নাও একাই দেখবো ওই দূরের দিগন্ত,
কি সুন্দর এই প্রকৃতি হৃদয়ে মাখামাখি কত শান্ত।
জল রাশিতে এসেছে যেন হাজার ঢেউ এর বসন্ত,
জীবনের স্বাদ খুঁজে পেলাম জলকেলি প্রান বন্ত।
পুন্য পীযুষ ঢেউ খেলেছে তটিনীর স্বপ্নের মনোরথে,
ডেকেছি আবীরের স্বপ্ন বিফল হবে না ভ্রমন পথে।
চির কল্যাণ ময়ী হে প্রকৃতি নির্মল সূর্য করোজ্জ্বল রুপ,
মঙ্গলময় আঁধার রাত্রী জ্বালাও তুমি সুরভী ধূপ।
তুমি সন্ধ্যার মেঘ মালা তুমি কবিতার পান্ডুলিপি,
এই ঢেউ রাশিতে সাগরের প্রেম হৃদয়ে হে জপি।
হে সাগর কবিতার দুটি শেষ লাইন তোমায় দিলাম,
তোমার এই সাগরের ছন্দ রুপ রাশি শুধু নিলাম।



0 comments:
Post a Comment