''ভালোবাসবে?''


"যদি কখনও আকাশে মেঘ জমে,

পৃথিবী হয়ে যায়, বিদঘুটে অন্ধকার ।। 

অঝড়ে ঝড়ে বৃষ্টি,  

সাগর হয় উত্তাল ।। 


যদি পাহাড়ি ঝর্ণার, বহতা বহুগুণ বেড়ে যায়, 

নদী উপচে প্লাবিত কবে লোকালয় ।। 

বাতাসের প্রবাহ বন্ধ হয়ে,

আবির্ভাব হয় দীর্ঘশ্বাস ।। 


যদি পাখিদের কলরব মনে হয় শানিত আঘাত, 

ঝিঁঝি পোকার গান বয়ে আনে বিষণ্ণতা ।। 

জোনাকির মিষ্টি আলো হারায় মুগ্ধতা, 

চির-সবুজ পত্র পল্লব হারায় সজীবতা ।। 


যদি চাঁদের বুড়ী চরকা না কাটে,

আলোক-হীন  হয়ে থাকে চন্দ্রিমা ।। 

অ-কারণে  তাঁরা গুলো আলোক বৃষ্টি ঝরায়,

দগ্ধ করে পৃথিবীর শান্তিময়তা ।।


যদি বাউলের গান তিক্ততা আনে,

বেহালার সুরে মুগ্ধতা,

ফুলের পাঁপড়ি-তে মধু না আসে,

দুর্গন্ধী আনে প্রিয়তা !! 


যদি কবিতার কবি, ফিরে না আসে,

পাথুরে অভিমানে মুখ লুকায় !! 

কবিত্ব গ্রহণে ব্যর্থে কবি, 

সৃষ্টি না করে কবিতা !! 


ভখন-ও কি তুমি আমাকে, 

ভালোবাসবে   ক__বি__তা ??

                ----------নীল।

0 comments:

Post a Comment