ফুলেরা পুড়ছে অ্যাসিড বাষ্পে,
তোর ঠোঁটে, ক্লোরোফিল নীলচে ।
সবুজ বাগানে শুধু কাঁটা,
রক্তের দাগ বাদামি কালচে ।
দুচোখে হাসে বৃহন্নলারা,
গঙ্গাফড়িং লুকিয়ে নামছে ।
কাশফুলে দেখো আকাশ কালো,
আকাশের বুকে আগুন ঘামছে ।
নেশায় ঘুমিয়ে চোখের কাজল,
বোবা নিঃশ্বাস দীর্ঘ হচ্ছে ।
কাব্য গিলছে নেশাতুর চোখ,
ছন্দপতনে রোজ বিকোচ্ছে ।
মন রে তোর কিসের অভাব?
কোন স্বভাবে দৌড়ে যাচ্ছে?
খুচরো মন আজ বুক পকেটে,
লজ্জা লজ্জা ঘোমটা, মন জুড়ে হাঁটছে।



0 comments:
Post a Comment