রাত মানেই কেউ কফির মগ হাতে বারান্দায় বসে চন্দ্র বিলাসে, কেউবা প্রিয় গানে বিভোর হয়ে খাটের এককোণে। কেউ হয়তো পরিবারের চিন্তায় হতাশ কেউবা কাছের মানুষের কাছেই প্রতারণার শিকার, কেউ আবার খুব করে চাইছে সবটা ঠিক করতে আবার কেউ চাইছে যেকোনো বাহানায় পিছু ছাড়তে।
জীবন কত অদ্ভুত তাই নাহ!



0 comments:
Post a Comment