"Depression"


Stuck inside is an endless pit

But to you all, we hide it with a smile

Inside of us, we’re hurting so bad

And it’s been going on for a while.


We can’t explain this feeling to you

All we know is this pain is so real

But with a smile, we hide it so well

So you won’t know what we do feel.


Just like a mirror, we have two sides

both look the same on the outside

What you don't see is all that we feel

For it’s hidden because of our pride.


Only a few will ever know of us

Because they too live just like me

An inner depression like a black hole

Stuck in our mind, it’s all that we see


Falling and falling with no escape 

Trying to find an end to our darkness

But to all of you we shine a fake light

So you remain blinded with brightness


The scariest thoughts we do hear

Telling us to end all that I think

But no matter how much brightness

Our inner life will always stink


No matter what, inside we’re falling

Down a black hole that has no end

But to you all we’re just smiling 

Because we’ve learned to pretend


We’ll keep on going no matter the pain

Because of your smiles, we feel okay

Such an emptiness is our depression

Why we still have it, we can never say.

**MAKE YOUR MOVE**


“Make your first move”the devil said to me.

“In this game of life you’ll never be set free,

Just so you know I’ve played this before,

It’s a game of win or lose, nothing more.”


The words that he said began puzzling me

If I play him to win, what will the victory be?

If he’s played before, am I bound to lose?

What should even be the first move to chose?


Looking into his game, my mind began clear,

There was no right or wrong move siting here.

I’m determined that I have nothing to prove,

So I said to the devil ”you make my move”


“Oh my dear friend, that’s not how is goes,

It’s the game of life, you just can’t oppose;

Only you can decide the move you must make,

Now chose wisely and know what’s at stake!!”


Looking into his dead eyes I started to smile,

“Oh my dear friend, I like your thinking style

But I have decided there’s no move to make 

Playing with you is not a choice I will take”


Mad as hell, he knew the match just ended

For without playing I couldn’t be apprehended

And that my friends is how you must play

So make your only move and just walk away.

=THIS LOVE FOR YOU=


I gave you this love, I just gave it to you,

I just took the look of your faith.

I gave you the light of the soft moon, the blue of the sky,

I took only the desert Sahara of your faith.

Beauty poetic poetic expression blue sky,

May my love live in the luxury of your imagination.

Behind the clouds, the moon's panse jochana then did not call,

I did not draw anything in my eyes except the love of your faith.

I gave you as much red palash as it blooms in the forest,

Only your faith wants my imaginary howl.

I want to write at the end of tears the love of birth,

Paint the forehead with deep affection, the hope of the whole life.

Thirsty eyes are engrossed in the autumn morning in your faith,

My immortal love message is written next to it.

Ankhipallab seeks great faith in your eternal faith,

The restless mind is calmed by faith.

The stormy storm that never stopped in the middle of nowhere,

He never called the storm of faith in the meaning of your love.

Nesting birds love to nest in your yard,

It rained all day and left in the evening.

The house of faith is not broken in the words of another on earth,

Your faith will keep you in love.

The words of the heart are in the darkness,

Find that love in the twists and turns of darkness.

My extinct heart lives in your love,

That's why I want to seek faith and trust from him.

The light is mysterious, the darkness is terrible,

Cross the sea holding the hand of faith.

The moon came in the blue sky, breaking the clouds of wonder.

Tomorrow I have made kuntal in the soft bijana air of contentment.

==MY PEN==


I am not a writer, nor am I a poet,

Just on the secret page of my mind,

In the deep white book of the heart,

Some fragments of the feeling floated up.

Which is a combination of reality and fairy tales,

Some reflections, unsettling heartbreaking stories are painful.

I keep them in order,

Arranged in the context of staggering memories-

Let's talk about the past, the present and the future,

In the midst of seclusion, the details of shattered dreams.


Occasionally millions of beetles come in secret,

From the ink of my pen to the nib.

They embrace my conscience,

Yet I am indefatigable to the wording I arrange.

Sometimes a salty rain falls in my eyes,

Sadness and happiness in my life are the change of seasons.

Hiding the wounds of the inner city of my atrium,

As much as my love separation frustration,

Everything I can write with a pen,

I can be satisfied by shouting at me.

Luckily, there are no words in it.


I am not sick happily,

There is no happiness in illness,

Yet I forget to laugh and cry,

I broke down and built a house.

Sometimes I fall asleep with my head full,

The pen is in my laughter in the intoxication of self-existent drug use.

I spend my sleepless nights complaining about life,

So sometimes reluctantly cover your face with a pillow.

The waterfall of happiness constantly flows on my lips,

In the middle of the chest, erupting volcanic eruptions.

Only my pen knows,

Dumb laughter is the sound of crying, just how heartbroken,

Luckily, tears have no form, smell, color.

"Memories"


There are nights

That I am in my bed

And a lot of memories are running into my mind

Ofcourse your memories came first

And it made my heartbeat like a drum

Fast and loud

I don't know just remembering you

The goosebumps of being in love 

Is still here in me

Nothing has change the way I am for you

My promises for you never ever change

Since the day you left

The more I wanna hate you 

The more I'm loving you

The more I wanna get out of our love

The more I'm falling for it

Some people call me crazy in love

Because I couldn't go on and let go

But let me analyze

Who's really crazy???

Is it me who's just loving too much

Or is it them who's judging too much

Sometimes we shouldn't judge people

Who couldn't even take 

Even a baby step to let go

Because the reality is

Even though we all gone through heartbreak

But we all have different levels of pain

And love situations

You have your pain, I have mine

But we're different in some aspect of it

Yes! For some its easy to let go

But it's case to case basis

And for me I couldn't just let go

Of the love and person

That made my life worth it

The person who accepted and love me

When nobody cares

The person who made me feel perfect

In my most imperfect ways

Yes, I admit it 

I am crazy in love

With this very special person in my life

I wouldn't mind

People calling me crazy in love

After all 

I'd rather be crazy in love

Than to be crazy 

In hating people around.

"Happiness"


The waves of the blue sea are sleeping on the beach of happiness,

I like waves so I'm touched by the fascination too.

I floated the rose in the random water,

The flowers sway in the waves of the sea in the blue of the water.

Nakshatra Bithi, why are you in the dark?

Come to the courtyard of the scent of roses in the sea water.

Tamal's shadow has made the blue waves of the sea O bored,

So I understand that I live in the sea water with roses.

I lost my mind in the water of the sea, alas, what a spring,

The wind that destroyed the autumn grass looking for dew.

I saw the rose water of love in the waves, then I got it,

Arrange the lines of the sea in Satkahan.

Waves lost in search of the dream-breaking beauty of the waterfall,

The proletariat is the future lost traveler.

The water is playing in the house like a rose in a mournful rhythm,

So I understand that there is a sea of ​​great joy.

The sea has risen on new horizons in new winds,

The sea rose to hear the song of Tarangiya Jal Moti.

O you who play the flute on the seashore,

Flowers float in the sea water, the wind is bored with its scent.

Dreamy eyes saw love in the sea, love is eternal,

I am a fan of Bir Shefali boiling on the beach.

In the darkness of the evening the sea is submerged in the waves of luxury,

In the quiet evening my love remained by his side.

*REBIRTH*


The silent evening of youth by the lake.


The shadow of that man fell on the dark water

And that shadow has drunk all the water, instantly.

There is an empty lake inside me

I wanted to encounter him face to face

and asked my water back one day.


He burnt a forest

Now there is a burnt forest near the lake.

 

Then he continued to burn mountains

residences, religious places, libraries, streets, farming lands, people’s love…


Then I killed that person

He was reborn

I killed him again

He was born again and stood with his upright head with more strength than before.

 

For the last time, I killed him behind a church

Before the death he broke the statue of crucified Jesus

Then he entered straight inside me.


The monster is in my blood, breath, and soul

What a terrible resurrection

Perhaps he may have thought –

My body itself is the safest place for his rebirth,

 

But he did not realize, today I am ready to even kill myself.

"BELIEVE"


If you truly believe in the power of love, 

you can make all your dreams come true.

And as you float on the clouds above,

I’ll be the one holding your hands with you.


If you believe in the possibility of you and me,

Then speak out before it becomes too late.

Anything that you truly desire with us will be,

And with the belief in faith we will be great.


If you believe a love between us can exist,

Reach out to me with your open arms.

And know that your love for me, I won’t resist  

But only love you back with all my charms.


If you believe that love between us can be true,

Tell me now because baby I already love you.

"Life"


Life
is so strange

Everything change.

Nothing stays the same,

Who to blame.


I was born with nothing

But now I am dreaming with something.

Life is a game

But not completely the same.


Nothing last forever

We need to change for the better.

Yes there is love

But there's more hate.

"A Lonely Cry"


Sometimes being lonely is the hardest thing to do,

And how we get through, sometimes is hard too.


The pain that we feel no one else can understand, 

And all our emotions are carried within our hand.


We spill our feelings with the words we write,

As the tears fall down in the midst of the night.


All the pain we carry pours onto our bed sheets,

Intensified from the aches within our heart beats.


Being lonely is the hardest thing one must do,

But somehow it happens to both me and you.


Then we find a loving friend that makes us feel alive,

And somehow our life gets set into overdrive.


But again the friendship comes to an end,

Leaving us broken hearted, unable to mend.


The vicious lonely cycle of wanting to be in love,

Makes us wonder what’s the true reason of.


Why can’t I just feel like I’m a somebody, 

Instead of feeling like a complete nobody. 


Can someone please tell me, Why?

I’m tired of living with this lonely cry.

"সমুদ্র ও নীলিমা"


নীলাভ গগনতলে সমৃদ্রের উত্তাল 

ঊর্মি'র তরে বয়ে চলে ক্ষণিক জীবন ।

এ যেন নীল সমুদ্র ছফে বিশুদ্ধ সমীরে ভেসে আসা কিছু জীবন্ত স্মৃতিপট

উদ্দেশ্যহীন হেটেচলা,অতল সমুদ্রে প্রান্তর খোঁজা আজ সব যেন সময়ের মরীচিকা


প্রিয় নীলিমা;

কোন এক বাসন্তী'র তপ্ত দুপুরবেলা তোমাকে নিয়ে সমুদ্রে যাত্রা হবার কথা ছিল

লাল-নীল-সাদা ঝিনুকে আমাদের গল্পগাথার ইচ্ছেও ছিল তবে কি আশ্চর্য আজ আমাদের সবকিছুই নীলসমুদ্রের সাদা ফেনা যা মুহূর্তের আনন্দে হয় অদৃশ্য।


প্রিয় নীলিমা;

শেষবার যখন শরৎ কাশফুলের

ঢেঁউ গুনেছিলাম তুমি পাশেছিলে

গোধূমচূর্ণ হয়ে যখন পশ্চিম আকাশে সূর্য রক্তিম রুটির মত হয়, ঠিক তেমন ছিলো তোমার চোখ।সারাদিনের ক্লান্তি গায়ে মেখে 

মেরুন রঙের শাড়ী পড়ে যখন তুমি আমার অভিমুখী, তখন সন্ধ্যে মুড়িয়ে গেছে, আসার আগেই তোমার  চলে যাবার অভিপ্রায়


প্রিয় নীলিমা;

জীবনটা এমনি তিব্রবেগে  ধেয়ে এসে  কিনারায় আচড়ে পরে মূহুর্তেই বিলীন হওয়া।

"হেমন্ত"


আগমনী হেমন্ত তোমার শিশির-ঝরা সুপ্রভাত,

ঠিক যেন মেহেদী মাখা নব বধূর রাঙা দুটি হাত।

শিশিরভেজা জবা কুয়াশার ঘামে যেন নবরূপ,

অমৃত হেমন্ত প্রভাত দেখে সাধ মেটে নিও রূপ।

স্নিগ্ধ শ্যাম ঐশ্বর্য রাশি আমার প্রেমের হেমন্ত,

হেমন্তের বিপুল প্রাণ বিচিত্র সবটুকু যদি সে জানত।

এলোমেলো হিমেল হাওয়া আর মিষ্টি পাখির গান,

এ যে অন্যরকম এক রূপ কাহিনী ভরাইছে প্রাণ।

ভোরের কুয়াশায় বিজন বেলায় দেখেছি বসে আকাশ,

মুক্ত আকাশ হতে ঝরে যেন কুয়াশার বাতাস।

তৃপ্তির স্নিগ্ধ শান্ত ঐ রূপ আমার প্রিয় হেমন্ত,

যতদূর চোখ যায় ভোরে কুয়াশা মোড়ানো ওই সীমান্ত।

অশ্রু-সমুজ্জ্বল বিজয়মাল্য কুয়াশা শীতের উপহার,

উষ্ণ রোদের স্নেহ ভরাট যেন মনমোহিনী স্নেহ গভীর।

মহিমা ফুটে ওঠে যেন হেমন্তের শেষ বিকালের খেলায়,

কুহেলির স্রোত রূপ থেকে অপরূপ প্রিয় অবেলায়।

হেমন্তের গভীর রাত যেন পূর্ণিমার পূর্ণ শ্বেত জোছনা,

ঝরা কুয়াশার হেমন্ত নিবিড় ভাবে মনের সান্ত্বনা

হেমন্তের মেঘলা আকাশে মেঘের আড়ে রৌদ্র,

আবার কখন ঝর্ণাধারার মতো নেমে আসে সমুদ্র।

তুমি কি হেমন্তের ভোরে গেঁথেছ রঙিন ফুলের মালা,

আনন্দে সিক্ত হয়ে ওঠে আঁখি কখন যায় চলে বেলা।

আমার পুষ্পগুচ্ছ ফিরে এল হেমন্ত নব সন্ধ্যাবেলায়,

উষ্ণ চাদরে মোড়ানো দেহ মেতে ওঠে প্রাণের খেলায়।

দীপ মালা প্রদীপের সারি প্রভাতে হেমন্তের নব রোদ,

তাহার বাক্যের শেষ অংশ অমৃত হবে নাতো শোধ।

ফুল কুড়াবো চরণ ফেলে শিশির ভেজা স্নিগ্ধ প্রভাতে,

তন্দ্রাচ্ছন্ন ঘুম জড়িত আঁখিতে স্বপ্ন বুনি হেমন্তের রাতে।

হেমন্তের পূর্ণিমা কত কথা বলে নিশি নিলয় জগতে,

শুধু তোমার জন্য মাল্য হাতে দাঁড়িয়ে রই প্রভাতে

"অভিমানের দেয়াল"

 এই পৃথিবীতে অভিমানের অর্থ সবাই বোঝে না।

 কেউ বলে-

মানুষটা ভীষণ রাগী 

  কেউ বলে-

মানুষটার ধৈর্য্য কম 

  কেউ বলে- 

মানুষটা কিছু বুঝতে চায় না তার মন বড়ই জটিল। 

সবাই হাল ছেড়ে দেয়, মানুষটার অভিমানের দেয়াল ডিঙিয়ে ঐ পাশটাতে কেউ যেতে চায় না।

 অথচ....

অভিমানের দেয়াল অত শক্ত হয় না, ভালোবেসে একটু টোকা দিলেই হয়তো ওটা হুড়মুড় করে ভেঙে পড়তো। একটু স্পর্শ করলেই হয়তো এক মুহূর্তে গলে যেতো।

    যে রাগে একটু হলেও ভালোবাসা মেশানো থাকে সেটাকে রাগ বলে না।

   


 " সেটার নাম হলো- অভিমান
"

এই পৃথিবীতে যারা রাগ আর অভিমানের পার্থক্য বুঝে না, তারা আসলেই ভালোবাসতে জানে না। 

"অপয়া"-তামান্না ইসলাম।।শেষ পর্ব


কুসুমের জ্ঞান ফিরতেই সে খেয়াল করলো সে হাসপাতালের বেডে শুয়ে আছে।আশেপাশে তাকাতেই দেখলো রাফসানের বাবা আর রায়া দাঁড়িয়ে আছে।সব থেকে অবাক করা বিষয় বেডের সামনের চেয়ারে রাফসান বসে আছে।

কুসুম বুঝতে পারছে না সে স্বপ্ন দেখছে কিনা।নিজের হাতে চিমটি কাটতে গিয়ে দেখে স্যালাইনের নল হাতে লাগানো।তার মনের কথাটা বুঝতে পেরে রাফসান বলে,

-তুমি স্বপ্ন দেখছো না সব সত্যি।

-কিন্তু!

-কিন্তু কি?

-তোমার তো এক্সিডেন্ট হয়েছিলো।

-হ্যাঁ।

-কিন্তু তুমি তো সুস্থ।আসলে কি হচ্ছে আমার সাথে।

-দাঁড়াও বোঝাচ্ছি তোমাকে।


এই বলে রাফসান রায়ার দিকে তাকিয়ে চোখ ইশারা করে।রায়া ইশারার মানে বুঝতে পেরেই বাবার দিকে তাকায়।তারপর বলে,

-বাবা তোমার তো অনেক ধকল গেলো।সারারাত ঘুমোও নি।চলো চা খাইয়ে আনি।


-হ্যা তাই চল।


রায়া বাবাকে নিয়ে বের হয়ে গেলেই দুহাত দিয়ে কুসুমকে আঁকড়ে ধরে রাফসান।তারপর রাগী গলায় বলে,

-এসব কি পাগলামি করেছো তুমি কুসুম?কেনো করেছো?আমার সাথে থাকা কি এতোটাই অসম্ভব যে নিজেকে শেষ করে দিতে গেছিলে?আমাকে বললে আমি নিজেই তো ছেড়ে দিতাম তোমাকে।

-তুমি আমাকে ভুল বুঝছো রাফসান।আমি তো ভেবেছিলাম তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছো।আর তাইতো!


উত্তেজনায় কুসুম বুঝতেই পারে নি সে রাফসানকে তুমি বলে ফেলেছে।কুসুমের মুখে তুমি শুনে রাফসান তো অবাক।

হাসি হাসি মুখে জিজ্ঞেস করে,

-কি বললে?


-কই কি বললাম?


-তুমি আমাকে তুমি বললে!


-ওহ সরি।খেয়াল করিনি।


-এবার যদি তুমি থেকে আবার আপনি বলেছো আমি কিন্তু সত্যিই তোমাকে ছেড়ে চলে যাব।


রাফসানের মুখ চেপে ধরে কুসুম এক হাত দিয়ে।

-খবরদার না।কিন্তু আমি বুঝতে পারছি না তোমার এক্সিডেন্ট এর খবরটা কি মিথ্যে ছিলো?


-উঁহু। এক্সিডেন্ট হয়েছে তবে গুরুতর না।অফিসের সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি করে নেমে বাড়ি আসছিলাম।হঠাৎ পা পিছলে পড়ে যায়।পরে দু চার জন স্টাফ আমাকে সদর হাসপাতালে নিয়ে আসে।তেমন কিছুই হয়নি।শুধু গোড়ালির হাড় ফেটে গিয়েছে এক জায়গায় আর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে।তুহিন ফোন করে সেই খবরটা দিতেই গেছিলো কিন্তু বাবা সবটা না শুনে ফোন কেটে দেয়।এরপর বাবার ফোন বন্ধ পায় তুহিন।


এতোক্ষণে কুসুম খেয়াল করলো রাফসানের বাম পায়ে ব্যান্ডেজ


-তোমার খুব লেগেছে। তাই না?


-একদম লাগেনি।ডাক্তার বলেছে ২১ দিন বেড রেস্ট নিলেই ফিট হয়ে যাব।


-কিন্তু একটা জিনিস মাথায় ঢুকছে না আমি এখানে কিভাবে এলাম?


-হাসপাতাল থেকে ফিরে এসে ঘরে ঢুকতে গিয়েই দেখি বাইরে থেকে দরজা লাগানো।ভেতরে গিয়েই দেখি তুমি ওই অবস্থায় পড়ে আছো।তারপর তোমাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে আসি।সেই কাল রাত থেকে এই শরীর নিয়ে বসে আছি তোমার কাছে।তুমি আমাকে ক্ষমা করে দিও কুসুম।তোমার এই অবস্থার জন্য আমার মা দায়ী।আমি জানি মায়ের কথায় কষ্ট পেয়েই এমনটা করেছো তুমি।


-উঁহু ভুল জানো তুমি।মায়ের কথায় আমি এসব করিনি।ওনার যা মনের অবস্থা ছিলো তাতে এই ব্যাবহারটাই স্বাভাবিক। 


-তবে কিসের রাগ ছিলো তোমার কুসুম?কেনো এমন করলে?


-আমি তো ভেবেছিলাম সায়নের মতো তুমিও আমাকে ছেড়ে চলে গিয়েছো।আর তাই তো নিজেকে শেষ করে দিচ্ছিলাম।


-কিন্তু আমি চলে গেলে তোমার কি আসে যায়?


-আসে যায়।


-কেনো এসে যায়?


-কারণ আমি ভালবাসি তোমাকে।অনেক ভালবাসি।তোমাকে ছাড়া থাকতে পারবো না।


-কিহ!কি বললে তুমি?


-ভালবাসি প্রিয়।


-এবার সম্ভবত আমি স্বপ্ন দেখছি।


-মোটেও না।কালকে তোমাকে বলতে চেয়েছিলাম।সেজেছিলাম ও তোমার জন্য।


-ওহ শিট।বউয়ের সাথে রোমান্স করার বড় সুযোগটাই হারিয়ে ফেললাম।কি কপাল আমার!


-তুমি কথা দাও আমাকে ছেড়ে যাবা না।তাহলে এমন সুযোগ রোজ আসবে।


-ইশ!এতো সহজে কে ছাড়ছে আপনাকে ম্যাডাম।তবে তুমিও কথা দাও এমন পাগলামি আর করবে না।


-তুমি পাশে থাকলে করবো না।


-গুড গার্ল।


-শোনো।


-কি?


-আমাকে একটু জড়িয়ে ধরবে?


-ওলে বাবা।কি মিষ্টি আবদার।


তারপর কুসুমকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় রাফসান।

এমনসময় রায়া আর রাফসানের বাবা হাজির।

ওদের এই অবস্থায় দেখে রাফসানের বাবা লজ্জা পেয়ে দরজার কাছ থেকে সরে যায়।আর রায়া দুহাতে মুখ ঢেকে বলে,

-ইশ!ভুল সময়ে এন্ট্রি নিয়েছি।


রায়ার কথায় লজ্জা পেয়ে দুজন দুজনকে ছেড়ে দেয়।


এর মাঝে বেশ কয়েকটা দিন কেটেছে।রাফসান এখন অনেকটাই সুস্থ।আগামী সপ্তাহ ব্যান্ডেজ কাটতে যাবে সে।এই কটা দিন কুসুম প্রাণপাত করে সেবা করেছে রাফসানের। বলতে গেলে কুসুমের সেবায় রাফসান এতো দ্রুত সুস্থ হয়েছে।

তবে এসব একদম ভালো লাগছে না সোয়েদা বেগমের।এই মেয়েকে তিনি তাড়াতে চেয়েছিলেন।কিন্তু স্বামী আর ছেলেমেয়ের জন্য পেরে উঠছেন না কিছুতেই।


সন্ধ্যাবেলায় পান চিবুচ্ছিলেন আর সেসবই ভাবছিলেন সোয়েদা বানু।হঠাৎ বোন আমেনার ডাকে ভাবনায় ছেদ ঘটে তার।

-কিরে আপা কি ভাবছিস?

-না কিছুনা।

-বলছি কি অনেকদিন হয়ে গিয়েছে এসেছি।আদিল এর আব্বু(আমেনা বেগমের স্বামী)  চলে যেতে বলছে।কি করি?

-তুই চলেই যা।এমনিতেও তোকে রেখে কাজের কাজ কিছুই হয়নি আমার।ওই মেয়ে দিব্যি সুখে সংসার করছে।সেইসাথে আমার স্বামী আর ছেলেমেয়েকে হাত ও করে নিয়েছে।ওকে তাড়াতে পারিস নি তুই।

-আরে সে ব্যাবস্থাও ভেবে ফেলেছি।তোর সাথে পরামর্শ করতেই আসা।যাওয়ার আগে কাজ সেরেই যাব।

-আর বড় বড় কথা বলিস না।

-মোটেও বড় কথা বলছি না।যা একটা বুদ্ধি এঁটেছি। ওই মেয়েকে সংসার থেকে নয় পৃথিবী থেকেই তাড়িয়ে দেবো।কাকপক্ষীতেই টের পাবে না...


-তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে আমেনা?কিসব যা তা বলছিস।


-যা তা কেনো হবে আপা?ওকে দুনিয়া থেকে সরিয়ে দিলে আমাদের লাভ ছাড়া ক্ষতি নেই।


-দেখ মেয়েটাকে আমি পছন্দ করি না ঠিকই কিন্তু মানুষ খুন করবো কেনো?তাছাড়া লোক জানাজানি হলে কোমরে দড়ি পড়বে।সে খেয়াল আছে তোর?


-আরে না।তুই এতো ভয় পাচ্ছিস কেনো?আমার কাছে ভালো একটা প্ল্যান আছে।আগে শুনেই দেখ।


-কিন্তু!


-কোনো কিন্তু না।তুই শোন।ওই মেয়ে প্রতিদিন সকালে সবার আগে উঠে রান্নাঘরে যায় তো?


-তা যায়।


-আমাদের বেশি কিছু করতে হবে না। শুধু রাতে ঘুমানোর আগে গ্যাসের পাইপটা লিক করে আসবো।সারারাত রান্নাঘরে একটু একটু করে গ্যাস ছড়াবে। সকালে চুলা জ্বালাতেই ওর ভবলীলা সাঙ্গ।ওতো ভোরে তো কেউ ওঠে না। আর রাফসানের পক্ষে ওই পা নিয়ে দ্রুত ছুটে আসা সম্ভব ও নয়।সবাই এটাই ভাববে অসাবধানতাবশত আগুন লেগে মারা গিয়েছে মেয়েটা।আমাদের কেউ সন্দেহ করবে না।


-এসব না করলে হয় না?


-একটা কথা ভালো করে শুনে রাখ আপা।আজকে ওই মেয়ে তোর স্বামী আর ছেলেমেয়েকে হাত করেছে।কিন্তু এমন একদিন আসবে গোটা সংসারটাই ও হাতে নিয়ে নেবে।আর সেদিন তোর কোনো জায়গা থাকবে না এই সংসারে। এখন তুই যদি তাই চাস তো ঠিক আছে দরকার নেই এসবের।


-না না আমার সংসার আমি কখনো কারো হাতে যেতে দেবো না।


-তাহলে রাজি হয়ে যা।


-ঠিক আছে। যা ভালো বুঝিস কর।


এই কথা বলে সোয়েদা বেগম দরজার দিকে তাকালেন।এমনসময় তিনি খেয়াল করলেন দরজার আড়াল থেকে একটা ছায়া সরে গেলো।গলাটা শুকিয়ে এলো সোয়েদা বানুর কিছুটা অপরাধবোধ আর কিছুটা চিন্তায়।

আবার বলে উঠলেন তিনি,


-না থাক দরকার নেই।


-আবার কি হলো?


-মনে হয় আমাদের কথা কেউ শুনে ফেলেছে।পর্দার আড়াল থেকে আমি একটা ছায়া চলে যেতে দেখলাম।


-আরে ধুর।কেউ শুনলে বাইরে থেকে চলে যেতো নাকি।তোর মন দুর্বল হয়ে আছে তাই এমন দেখছিস।


-হবে হয়তো।


আর কথা বাড়ালেন না সোয়েদা বেগম।


সারাদিনের সব কাজের পর,রাতে সবাইকে খেতে দিয়ে, রান্নাঘরের সব কাজ সেরে সবে রাফসানের খাবার নিয়ে ঘরে এসেছে কুসুম।এই কয়দিনেই সংসারের সব কাজের দ্বায়িত্ব সে তুলে নিয়েছে নিজের ঘাড়ে।


এদিকে কুসুম বেড়িয়ে যেতেই নিজেদের প্ল্যানমাফিক কাজ সেরে নিলো দুইবোন।যদিও সোয়েদা বেগমের মনে সংশয় কাজ করছে কিন্তু বোনের কাছে সে অসহায়।আর যাই হোক বোন তো তার ভালোর জন্যই এসব করছে।


ঘরে এসে কুসুম দেখলো রাফসান বসে বসে মোবাইলে গেইমস খেলছে।কুসুম গিয়ে হাত থেকে মোবাইল টা কেড়ে নিলো।তারপর রাগী গলায় বললো,


-ঘরে বসে আছো বলে এই যন্ত্রটাই ব্যবহার করতে হবে এমন কোন কথা আছে?কোরআন-হাদিস পড়তে পারো,গল্পের বই পড়তে পারো। তা না কিসব আজেবাজে গেইমস।ওসব রেখে খেয়ে নাও।


-তুমি খাইয়ে দাও।


-ফ্র‍্যাকচার টা পায়ে হয়েছে।হাতে নয়।সেটা মনে আছে তো?


-তো?আমার বউয়ের হাতে আমি খাব।কোন শালা কি বলবে?


-ইশ!মুখের কি ভাষা!


-তাতে কি হয়েছে।নিজের বউয়ের সামনেই তো বলছি।আর তাছাড়া তোমার ভাই ও তো আমার শালা।শালা খারাপ ভাষা না।আদরের ডাক


-হয়েছে হয়েছে।আর ভাষাচর্চা করতে হবে না।নাও তো হা করো।


-তুমি খাবে না?


-আগে খেয়ে নাও। খেয়ে ঘুমাও।তারপর খাব।


-উঁহু। আমার সাথেই খাবে।এই প্লেট থেকেই খাবে।কারণ খাওয়ার নাম করে তুমি আরও দেরী করবে।আমার আবার বউকে না জড়ালে ঘুম হয়না।


-তাই বুঝি!


-হুম তাই তো।


-যদি কখনো আমি না থাকি কি করবা তুমি?এতো নির্ভরশীল হইও না আমার ওপর। যদি আমি না থাকি তোমাকে তো বাঁচতে হবে।


-তুমি আবার কোথায় যাবে?


-কোথায় আর যাব।মানুষের হায়াত মওত এর কথা কি বলা যায়।আজ আছি, কাল নেই।


-একদম চুপ।আবার যদি এইসব বলেছো খুব খারাপ হয়ে যাবে কিন্তু।আর আমার আল্লাহ পরম দয়ালু, অসীম করুণাময়। আমার তার ওপর ভরসা আছে।তিনি এতো সহজে আমার ভালবাসা কেড়ে নেবেন না।


বলতে বলতে গলাটা ধরে এলো রাফসানের।চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়লো।রাফসানের চোখের পানি মুছিয়ে দিয়ে কুসুম বললো,

-ধুর।এই পাগল,আমি এখনো মরিনি।


খাওয়া শেষ হতেই প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেলো কুসুম।মৃত্যুর কথা তার কেনো মনে হলো সে নিজেও জানে না।তবে তার মনের মধ্যে কেমন যেন কু ডাকছে।মনে হচ্ছে খুব খারাপ কিছু হতে চলেছে।


পরের দিন সকালবেলা কুসুমের ঘুম ভাঙতে সে দেখলো রাফসান তাকে জড়িয়ে ধরে শান্তি করে ঘুমাচ্ছে।রাফসানের কপালে আলতো করে চুমু দিয়ে ওয়াশরুমের দিকে আগালো সে।তারপর ওযু করে নামায পড়ে নিলো সে।ফজরের নামায পড়ে উঠে যাচ্ছিল কুসুম সকালের কাজের উদ্দেশ্যে।আবার কি মনে করে কুরআন শরীফ এর দিকে নজর গেলো তার।খুব ইচ্ছে হলো তিলাওয়াত করার।

রাফসানের ঘুম সবে ভেঙেছে কুসুমের মিষ্টি সুরের তিলাওয়াতে

কুসুমের তিলাওয়াত শুনতে খুব ভালো লাগছে তার।ঘুম ঘুম স্বরে রাফসান বললো,

-বাহ কুসুম।তুমি তো খুব সুরেলা গলায় তিলাওয়াত করো।


-হুম।আমার নবী করীম (সঃ) বলেছেন,তোমাদের মধ্যে যে সুর করে তিলাওয়াত করে না, সে আমার দলভুক্ত নয়।


-এই হাদিস টা তো আমি জানতামই না।আর তাছাড়া তোমার তিলাওয়াত শুনতে ইচ্ছে করছে আরো।


-আচ্ছা ঠিক আছে।তুমি যখন উঠেই পড়েছো তাহলে তোমার চা টা বানিয়ে আনি।চা খেতে খেতে তিলাওয়াত শুনলে ভালো লাগবে।

এই বলে রান্নাঘরের দিকে পা বাড়ালো কুসুম।


রান্নাঘরে গিয়ে চুলায় পানি বসিয়ে সবেমাত্র গ্যাস অন করতে যাবে কুসুম।এমনসময় কুসুমের শ্বশুর এসে ডাক দিলো।


-বৌমা।


-হ্যাঁ বাবা।চা খাবেন তো?দাঁড়ান গ্যাস টা অন করে আসি।


-না বৌমা।তুমি গ্যাস অন করবে না।


-কেনো বাবা?


-দাঁড়াও বলছি।আগে অন্যদের ও ডাকি।


রাফসানের বাবা চিৎকার করে ডাকতে থাকলেন সবাইকে। ডাক শুনে রায়া, রাফসান সবাই ছুটে এলো।রাফসান ক্রেসে ভর দিয়ে কোনোমতে আসতে পেরেছে বটে তবে এসেই ডাইনিং এর চেয়ারে বসে পড়লো।


এদিকে সোয়েদা বেগম আর আমেনা বেগম নিশ্চিত নিশ্চয় কুসুম এর গায়ে আগুন লেগেছে।তাই তারাও ছুটে এলো।কিন্তু এসে কুসুমকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হকচকিয়ে গেলো দুই বোন।


রাফসান আর রায়া হা করে তাকিয়ে আছে বাবার দিকে।জন্ম থেকেই তারা দেখে এসেছে তাদের বাবা শান্তশিষ্ট মানুষ। সবকিছু সমঝোতায় মিটিয়ে নেন।সেই মানুষকে এভাবে চেঁচাতে দেখে দুজনেই অবাক।


বিস্মিত গলায় রাফসান জিজ্ঞেস করলো,

-বাবা কি হয়েছে তোমার?তুমি তো এইভাবে চেঁচাও না।


-কি হয়েছে সেটা তোর মা আর খালাকে জিজ্ঞেস কর।আমি এক্ষুণি পুলিশে ফোন দেবো।


-কিন্তু কেনো বাবা?আমি তো কিছুই বুঝতে পারছি না। হয়েছে টা কি?মা তুমি কিছু জানো?


ভয়ে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে আমেনা বেগম আর সোয়েদা বেগম।

সোয়েদা বেগম আমতা আমতা করে উত্তর দিলেন,

-ক...ই না..না তো।


-বাবা তুমি প্লিজ বলবে কি হয়েছে এভাবে রহস্য না করে?


-কি হয়েছে শুনলে অবাক হয়ে যাবি।তোর মা আর খালা বৌমাকে খুন করার ব্যবস্থা করে রেখেছে।


কথাটা শোনামাত্র কুসুম,রাফসান, রায়া তিনজনেই অবাক হয়ে গেলো।


-কি যা তা বলছো বাবা?মাথা ঠিক আছে?

রাফসান বললো।


-আমি ঠিকই বলছি।কাল রাতে দুই বোন মিলে গ্যাসের পাইপ লিক করে রেখেছে।যাতে বৌমা গ্যাস জ্বালানো মাত্রই গায়ে আগুন লেগে মারা যায়।কি বৌমা তুমি রান্নাঘরে গ্যাসের গন্ধ পাওনি?


-হ্যা একটু গন্ধ পেয়েছি।কিন্তু!


-কোনো কিন্তু না।এসব আমি কাল রাতে নিজের কানে শুনেছি।ভেবেছিলাম সোয়েদা বোনের কথায় রাজি হবে না।২৭ বছরের সংসার জীবনে এটুকু বিশ্বাস ছিলো।কিন্তু আমি অবাক হয়ে গেলাম একটা ভুল মানুষের সাথে এতোবছর সংসার করেছি আমি।ছিহ!


- বাবা যা বলছে তা কি সত্যি মা?তুমি সত্যিই এই জঘন্য কাজটা করেছো মা?


সোয়েদা বেগম চুপ করে আছেন।একটাও কথা বলছেন না।আজ নিজের মানুষদের সামনে কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি।পাশ থেকে আমেনা বেগম উত্তর দিলেন,

-মোটেই না।আপনার কাছে কি প্রমাণ আছে দুলাভাই?


-প্রমাণ?প্রমাণ লাগবে?ঠিক আছে।এখন তুমি নিজে গ্যাস জ্বালিয়ে আমাকে প্রমাণ করবে আমি ভুল।


আমেনা বেগম দুই কদম পিছিয়ে গেলেন।তারপর বললেন,

-আ..আমি কেনো জ্বালাবো।আমি পারবো না।আপা তুই কিছু বল।


পাশ থেকে সোয়েদা বেগম উত্তর দিলেন,

-হ্যা রাফসানের আব্বা তুমি যা বলছো সব সত্যি।আমরা কুসুমকে মারতে চেয়েছিলাম।


কথাটা শোনামাত্র রাফসানের মাথার মধ্যে চক্কর দিয়ে উঠলো।আর কোনো কথা বললো না সে।


-আমি এক্ষুণি পুলিশে ফোন করছি।আশা করি কারো কোনো আপত্তি নেই।

রাফসানের বাবা বললেন।


পাশ থেকে কুসুম বলে উঠলো,

-বাবা আপনার কি মাথা খারাপ হয়েছে?ঘরের ব্যাপার ঘরেই মেটান।পুলিশ ঢুকলে বাড়ির সম্মান থাকবে?আর তাছাড়া আমার কোনো অভিযোগ নেই মায়ের ওপর।কোন মা চাইবে ছেলে একটা বিধবা,অপয়া নিয়ে সংসার করুক।আমি মা হলে হয়তো আমিও চাইতাম না।আর এখানে আসার পর যে সম্মান আপনি,আপনার ছেলে আর রায়া আমাকে দিয়েছে সেটাই তো আমার জন্য বেশী। আপনি মাকে একদম দোষ দেবেন না।বরং আপনার ছেলে সুস্থ হলে আমি চলে যাব।মায়ের অমতে আমি সংসার করতে চাই না বাবা।


-কুসুম আর একটা কথা বললে এই মুহুর্তে তোমাকে আমি তালাক দেবো।

রাগী গলায় বললো রাফসান।


রাফসানের কথা শুনে কুসুম চুপ হয়ে গেলো।রাফসান আবার বললো,

-যে বাড়িতে আমার বউয়ের প্রাণের নিরাপত্তা নেই।সেই বাড়িতে থাকবো না আমি।তোমার সংসার নিয়ে তুমি থাকো মা।আমার বউকে নিয়ে আমি আজকেই চলে যাব।


-তুমি কি পাগল হলে!আমি কোথাও যাব না।


-ঠিক আছে তুমি যেতে না চাইলে আমি একাই যাব।তবে মনে রেখো কুসুম এই মুহুর্তে আমার সাথে না বের হলে তুমি আমাকে সারাজীবনের মতো হারাবে।


এই বলে রাফসান নিজের ঘরে চলে গেলো।কুসুমও অনুসরণ করলো রাফসানকে।এতো বড় কথার পর তো আর কিছু বলার থাকে না।


এদিকে  মুর্তির মতো দাঁড়িয়ে আছেন সোয়েদা বেগম।তার আজ কিছুই বলার নেই।নিজের একটা ভুলের জন্য স্বামী,সন্তান সবাই আজ তার বিরুদ্ধে কথা বলছে।


-ছিহ মা।আমার লজ্জা লাগছে ভাবতে এসব তুমি করেছো।

এই বলে নিজের ঘরের দিকে পা বাড়ালো রায়া।


রায়া চলে যেতেই রাফসানের বাবা আমেনা বেগমের কাছে এসে বললেন,

-এই মুহুর্তে তুমি আমার সংসার ছেড়ে চলে যাবে।আর যদি এই বাড়িতে পা দিয়েছো তোমার স্বামীকে এসব জানাতে বাধ্য হবো আমি।কলেমা পড়ে তোমার বোনকে বিয়ে করে তার দ্বায়িত্ব নিয়েছিলাম।এই বয়সে তো তালাক দিয়ে লোক হাসাতে পারবো না।তবে আর কোনোদিন ভালোও বাসতে পারবো না।কিন্তু তোমাকে আর চোখের সামনে দেখতে চাইনা আমি।


স্বামী চলে যেতেই মেঝেতে ধপ করে বসে পড়লেন সোয়েদা বেগম।এক লহমায় তার প্রিয়,চেনা মানুষগুলো পর হয়ে গিয়েছে।অথচ তাদের জন্যই কুসুম মেয়েটাকে তাড়াতে চেয়েছিলেন তিনি।লজ্জায়,ঘেন্নায়,অনুশোচনায় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে।


৭৩০ টা দিন মানে দুইটা বছর।হ্যা গুনে গুনে দুইটা বছর নিজের বাড়িতে পা রাখেনি রাফসান।সেইসাথে নিজের মায়ের সাথে কথা পর্যন্ত বলেনি।সেদিন কুসুমকে নিয়ে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যায় রাফসান। কারো কোনো কথায় টলেনি সে সেদিন।তবে এই দুইবছরে সে বাবামায়ের প্রতি কর্তব্যে ত্রুটি রাখেনি।ঠিক সময়ে সংসার খরচসহ যার যা লাগবে পাঠিয়েছে।কুসুম অবশ্য অনেকবার রাফসানকে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু রাফসান শোনেনি।


এই দুইটা বছরে পুত্রশোক আর অনুশোচনায় ক্রমশ দগ্ধ হয়েছেন সোয়েদা বেগম।শুধু তাই নয় নিজের চোখে বোনের পরিনতি দেখেছেন তিনি।আমেনা বেগমের ছেলেকে বিয়ে দিয়েছেন বছর দেড়েক।এর মধ্যে শ্বাশুড়ি মাকে কোণঠাসা করে ফেলেছে তার পছন্দ করে আনা ছেলের বউ।

কুসুমের অবশ্য ননদ আর শ্বশুরের সাথে ভালো যোগাযোগ আছে।এই দুই বছরে সুখ উপচে পড়েছে কুসুম আর রাফসানের ছোট্ট সংসারটাই। সেই সংসারে আজ আসতে চলেছে নতুন অতিথি।কুসুম মা হতে চলেছে।৮মাসের অন্তঃসত্ত্বা সে।কুসুম এখন নিজের হাতে কিছুই করতে পারে না।তাই পালা করে কুসুমের মা আর চাপা থাকে কুসুমের কাছে।চাপা আর অনিককে অবশ্য মেনে নিয়েছে বাড়ির সবাই।মাস ছয়েক আগে বেশ ভালো বেতনের একটা চাকরী ও যোগাড় করেছে অনিক।এখন তাদের একটাই চাওয়া। চাপার কোল আলো করে আসুক একটা সন্তান।তবেই ষোলকলা পুর্ণ হয়।চাপা অবশ্য বলেছে আগে আপার বাচ্চাটা মানুষ করে দেবে তারপর নিজেরটার চিন্তা।


এদিকে রাফসানের সন্তান আসার খবর রায়ার কাছ থেকে জেনেছেন সোয়েদা বেগম।কথায় আছে আসলের চেয়ে সুদের দাম বেশি।ঠিক তেমনি রাফসানের চেয়ে রাফসানের সন্তানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বেশি হয় সোয়েদা বেগমের।ছোট্ট ছোট্ট কয়েকটা কাথা সেলাই করেছেন তিনি।আজকাল স্বামীর পেছনে লেগে থাকেন সেই কাথাগুলো ও বাড়িতে দিয়ে আসার জন্য।

ভদ্রলোক অবশ্য স্ত্রীর এই পরিবর্তনে খুশি।শুধু ছেলেটা যদি বুঝতো!


রাফসানের মধ্যে আজকাল বাবা বাবা ভাব এসেছে।নিজের অনাগত সন্তানের জন্য হাজারটা চিন্তা হয় তার।কুসুম আজকাল কিছু খেতে পারে না,তবুও সন্তানের জন্য জোর করে খায়।তাছাড়া বাচ্চার জন্য ঠিকভাবে ঘুমাতেও পারে না।কুসুমকে দেখে রাফসানের আজকাল খুব মায়ের কথা মনে পড়ে। তার মা ও ঠিক এভাবেই তাকে দুনিয়ার মুখ দেখিয়েছে।ইচ্ছে করে মায়ের কাছে ছুটে যেতে।কিন্তু ওই যে ইগো!ওটাই তো বাধা দেয়।


কুসুমের আজ ডেলিভারি। খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে বাচ্চার জন্ম দিয়েছে সে।একদম রাফসানের মতো ফরসা আর মায়াকাড়া মুখ হয়েছে ছেলেটার।

কুসুমের মা বাচ্চাকে নিয়ে বসে আছে। আর ঠিক পাশের বেডে শুয়ে আছে কুসুম।রাফসান ঠিক তার পাশেই বসে আছে কুসুমের হাতটা ধরে।ওটিতে নিয়ে যাওয়ার সময় কয়েক মুহুর্তের জন্য কুসুমকে হারিয়ে ফেলার ভয় হচ্ছিলো তার।তাই কুসুমকে বেডে দেওয়ার পর থেকেই হাত ধরে বসে আছে সে।

এমনসময় স্বামী আর মেয়ের সাথে কুসুমের কেবিনে ঢুকলেন সোয়েদা বেগম।মাকে দেখে রাফসান উল্টোদিকে ফিরে রইলো।সব লাজ লজ্জা ভুলে ছেলের কাঁধে হাত দিলেন সোয়েদা বেগম।তারপর বললেন,

-মাকে আর কতো শাস্তি দিবি বাবা?আমার দাদুভাইয়ের জন্য ও কি ক্ষমা করা যায় না?


রাফসান আর নিজেকে সামলাতে পারলো না।পেছন ঘুরে জড়িয়ে ধরলো মাকে।তারপর সেই ছোট্টবেলার মতো কাঁদতে লাগলো।মা ছেলের এতোদিনের মান অভিমানের পালা বুঝি শেষ হলো।

কুসুমের চোখেও পানি।

সোয়েদা বেগম ধীর পায়ে কুসুমের কাছে এগিয়ে গিয়ে বসলেন।তারপর বললেন,


-মা রে অপয়া বলে তোকে অনেক অপমান করেছি।কিন্তু আজ বুঝেছি তুই আমার ঘরের লক্ষী।আমাকে মাফ করে দে মা।কিন্তু আমার দাদুভাইকে আলাদা করিস না আমার থেকে।ওকে নিয়ে ফিরে চল।কথা দিচ্ছি অভিযোগের সুযোগ দেবো না।


তারপর কুসুমের মায়ের কাছ থেকে রাফসানের ছেলেকে নিলেন রাফসানের মা।নাতীকে দেখে চমকে উঠলেন তিনি।ঠিক রাফসানের ছোট বেলার মুখটা বসানো।

নাতির মুখ দেখে তিনি বললেন,

-দাদুভাইয়ের তো নাম রাখা লাগবে।


পাশ থেকে রায়া উত্তর দিলো,

-ওর নাম আমি ঠিক করে ফেলেছি।ওর নাম হবে রায়ান।ফুফির রায়ান।


রায়ার কথায় মুখ বাঁকিয়ে চাপা বললো,

-এই যে বেয়ানসাব।এই কয় মাস কষ্ট করলাম আমি আর নাম হবে আপনার সাথে মিলিয়ে!মোটেই না। ওর নাম হবে খালামনির সাথে মিলিয়ে।ওর নাম হবে চাঁদ


-না রায়ান।


-না না চাঁদ।


-রায়ান।


-চাঁদ।


এভাবেই খুনসুটিতে মেতে উঠলো পুরো পরিবার।আজ যে তাদের খুশির দিন।


(সমাপ্ত)

"অপয়া"-তামান্না ইসলাম।।পর্ব-০৫


গতরাত ছিলো চাপার জীবনে সবচেয়ে স্মরণীয় রাত।ঝড়বৃষ্টিররাত ১ টা  বাজতেও যখন অনিক ঘরে ফেরেনি চিন্তায় প্রাণ যায় যায় চাপার।ঠিক সেই সময় অনিক এলো কাকভেজা হয়ে। দরজা খুলেই অনিকের বুকে ঝাঁপিয়ে পড়লো চাপা।অনিকও দুইহাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরলো চাপাকে।তারপর চাপার মুখটা আলতো করে তুলে জিজ্ঞেস করলো,

-এই পাগলী,এইভাবে কাঁদছো কেনো?আমি কি মরে গেছি?

অনিকের কথায় চাপার কান্নার বেগ আরও বেড়ে গেলো।কাঁদতে কাঁদতে সে বললো,

-তুমি আসছিলে না।চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম।

-কি ভেবেছিলে?আমি আর নেই?

-একদম চুপ।যত্তসব আজেবাজে কথা।ভিজে গেছো তো একদম।দাড়াও গামছা টা নিয়ে আসি।


চাপা একটা গামছা এনে অনিকের মাথা মুছতে থাকে।তারপর একটা প্লেটে ভাত এনে নিজে হাতে খাইয়ে দিতে দিতে বলে,

-কোথায় ছিলে এতো রাত পর্যন্ত?

-বলছি আগে তুমি খেয়ে নাও।


খাওয়া দাওয়া শেষে অনিক বিছানায় বসায় চাপাকে।তারপর প্যান্টের পকেট থেকে একটা ছোট বক্স বের করে। বক্স খুলতেই বের হয়ে আসে একজোড়া রুপোর নুপুর।অবাক হয়ে তাকিয়ে থাকে চাপা।নুপুর জোড়া চাপার পায়ে পড়িয়ে দিতে দিতে অনিক বলে,


-পোড়াদাহ গিয়েছিলাম।ওখানে নুপুর ভালো বানায়।ক্লাস শেষে টিউশনি করিয়ে যেতে হয়েছে তো।তারপর আবার ঝড়বৃষ্টি।আটকে গিয়েই তো দেরী হয়ে গেলো আমার পাগলী বউ এর কাছে আসতে।


-এসবের কি দরকার ছিলো শুনি?


-বিয়ের পর তো তোমাকে সেভাবে কিছুই দিতে পারিনি।তাই সোনা না পারি রুপা দিলাম।


-পাগল একটা।আর কখনো এমন পাগলামি করবা না।

মুখে মুখে অনিককে বকাবকি করলেও মনে মনে খুব খুশি হয়েছে চাপা।কতবার ঘুরিয়ে ফিরিয়ে নুপুর জোড়া দেখেছে তার হিসেব নেই।সত্যি!প্রিয়জনের থেকে পাওয়া ছোট্ট উপহার ও অনেকটা খুশি এনে দেয়।


আজ সকাল সকাল অনিক ক্যাম্পাসে যেতেই বের হয়েছে চাপা।নিজের জমানো টাকা দিয়ে অনিকের জন্য একটা শার্ট কিনবে সে।মার্কেটের সামনে দাঁড়িয়ে নতুন সংসারের টুকটাক তৈজসপত্রের দাম করছিলো সে।আকস্মিকভাবে রাস্তার ওপর পাশ থেকে কেউ এসে তাকে জড়িয়ে ধরলো তাকে।কয়েক সেকেন্ড এর মাথায় চাপা বুঝতে পারলো যে মানুষটা তাকে জড়িয়ে ধরেছে সে আর কেউ না তারই বোন।

কুসুমকে ছাড়িয়ে অবাক আর ভয়মিশ্রিত কন্ঠে চাপা বললো,

-আপা তুই এখানে?তুই কিভাবে এলি এখানে?


কুসুম কোনো কথা বললো না।অনেক দিন পর অনাকাঙ্ক্ষিত ভাবে নিজের বোনকে পেয়েছে সে।তার কি আর হুস আছে!


পেছন থেকে রাফসান উত্তর দিলো,

-আমি নিয়ে এসেছি।


রাফসানের কথা শুনে পায়ের তলা থেকে মাটি থেকে সরে গেলো চাপার।

কুসুমের দিকে তাকিয়ে কান্নামিশ্রিত গলায় সে বললো,

-ছিহ আপা ছিহ।শেষমেশ তুই এই লোকটার সাথে হাত মিলিয়েছিস?আমি ভাবতেই পারছি না।


-চাপা তুই যা ভাবছিস তা নয়।আমার কথা শোন।


-কোনো দরকার নেই।বরং তুই শোন,আমি অনিককে বিয়ে করে ফেলেছি। আর আমি কখনোই ওকে ছেড়ে এই লোকটার সাথে যাব না।


-আরে তুই আমার কথাটা শোন।


-বললাম তো না।আর মিস্টার রাফসান শুনে রাখেন,আমার আপাকে যতোই হাত করেন না কেনো আমাকে আপনি কখনো পাবেন না।


এইবার পা পেরে চাপাকে এক ধমক দিলো কুসুম,

-বোনু!কাকে কি বলছিল জানিস?উনি আমার স্বামী।


কুসুমের কথায় অবাক হয়ে যায় চাপা।সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে তার।এসব কি শুনছে সে!

-কি বলছিস আপা!

-হ্যা তোকে সব বলছি।তার আগে বল তুই এখানে কিভাবে?

-আমরা তো এখানেই থাকি  আপা।অনিক কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে।


চাপার কথায় অবাক হয়ে যায় রাফসান।কুসুমকে জিজ্ঞেস করে,

-কুসুম তুমি জানতে না অনিক কোথায় পড়ে?


-না ওরা তো আমাদের গ্রাম না। পাশের গ্রাম।তাছাড়া ওদের সেভাবে চিনতাম ও না আমরা।আর আমার বোনটাও তেমনি।নিজের ভালবাসার কথা ও জানায়নি আমাকে।


-জানাতে চেয়েছিলাম আপা।কিন্তু তখন তোর  মনের অবস্থা তেমন ছিলো না।


পরিস্থিতি হালকা করতে পাশ থেকে  রাফসান বলে,

-তা শালিকা,দুলাভাই কে নিয়ে যাবে না তোমার বাড়িতে।নাকি তাও বারণ?


-নিশ্চয় নিয়ে যাব।

মুচকি হেসে বলে চাপা।


২ঘন্টা পর, চাপা আর অনিকের এক কামড়ার পাখির বাসায় বসে আছে রাফসান আর কুসুম।এভাবে বোনকে পেয়ে কুসুমের খুশি যেন আর ধরে না।আর কুসুমের হাসি মুখটা ও বড্ড বেশি সুখ দিচ্ছে রাফসানকে।


ইতিমধ্যে অনিককে খবর দিয়ে নিয়ে এসেছে চাপা।অনিকও ফেরার সময় সাধ্যমতো বাজার করে এনেছে।রাফসানরা চলে যেতে চাইলেও না খেয়ে কিছুতেই যেতে দেয়নি অনিক আর চাপা।

পুর্বের সমীকরণ যাই থাক এই চারটা এর মধ্যে নতুন করে এক সম্পর্ক তৈরী হয়েছে।চাপা অবশ্য নিজের কৃতকর্ম আর তখনকার ব্যাবহারে কিছু লজ্জিত আর সংকোচে ছিলো কিন্তু রাফসানের আন্তরিক ব্যাবহারের কাছে তা বেশিক্ষণ টিকতে পারে নি।


রান্নাঘরে বসে রান্না করছে দুইবোন সেইসাথে টুকিটাকি গল্প।এইটুকু সময়ের মধ্যে চাপা চলে আসার পরের সব ঘটনা চাপাকে জানিয়ে ফেলেছে কুসুম।চাপা ও অবশ্য বেশ খুশি।কারণ সেদিন যদি সে পালিয়ে না আসতো তাহলে তার জনমদুখিনী বোন আজ এই দিনটা দেখতো না।মনে মনে রাফসানের প্রতি শ্রদ্ধা বেড়ে যায় চাপার।গল্পের এক পর্যায়ে কুসুমকে জিজ্ঞেস করে চাপা,

-আপা তুই কি দুলাভাইকে মেনে নিয়েছিস।মানে আমি বলতে চাইছি তোদের কি স্বামী -স্ত্রীর মতো স্বাভাবিক  সম্পর্ক হয়েছে?


-না হয়নি।মানুষটা অনেক ভালো রে।আমার সাথে কোনো অসভ্যতা করেনি।আর না কোনো জোর জবরদস্তি। 


-তুই কি সায়ন ভাইকে ভুলতে পারিস নি আপা?


-ভালবাসা কি এতো সহজে ভোলা যায়?


-দেখ আপা তোকে কয়েকটা কথা বলি।যে মানুষটা চলে গিয়েছে সে কিন্তু ফিরে আসবে না আর।চলে যাওয়া মানুষটার জন্য তোর মনে জায়গা থাকলেও বাস্তবে তাকে না টানায় ভালো।এতে সমস্যা বাড়বে বৈ কমবে না।আর যে মানুষটা তোর অতীত জেনেও তোকে এতোটা সম্মান দিলো তাকে বঞ্চিত করিস না তার অধিকার থেকে।আর তাছাড়া রাফসান ভাই চোখ্র আমি তোর জন্য ভালবাসা দেখেছি।


-কিন্তু ২য় বার কি ভালবাসা যায়?


-২য়,৩য় ভালবাসা বলে কিছু হয়না রে।প্রত্যেক ভালবাসায় আলাদা আলাদা অনুভুতি বহন করে। তাই প্রত্যেক ভালবাসা ই প্রথম ভালবাসা।


চাপার কথাগুলো যেন হ্রদয়ে নাড়া দিলো কুসুমের।কেননা রাফসান নামক মানুষটির জন্য কিছুদিন ধরেই তার মায়া নামক অন্তরের গোপন অনুভুতিরা ছুটে চলেছে।আজ সেই অনুভুতিতে কিছুরা রঙ মিশিয়েছে চাপা।


কুসুমদের গাড়ি এসে থামলো প্রকাণ্ড এক দোতলা বাড়ির সামনে।বেশ পুরোনো বাড়িটা।তবে আভিজাত্যের ছাপ স্পষ্ট। গাড়ি থামতেই কয়েকজন মহিলা আর কিছু কচিকাঁচা ছুটে এলো তাদের অভ্যর্থনা জানাতে।এদের মধ্যে সেদিনের সেই মহিলাও আছেন যিনি কুসুমকে খাইয়ে দিয়েছিলেন বিয়ের দিন রাতে।এতো মানুষ দেখে কুসুম ও বেশ হকচকিয়ে গেলো।কেননা কে কি হয় তার পক্ষে মনে রাখাও সম্ভব নয়।রাফসান গাড়ি থেকে নেমেই কুশল বিনিময় কর‍তে লাগলো সবার সাথে।

ইতিমধ্যে সারাবাড়িতে অনেক মানুষ উপস্থিত হয়েছে নতুন বউ দেখতে।কুসুম যেহেতু গ্রামের মেয়ে তাই তার কাছে এসব খুবই স্বাভাবিক।এর মাঝেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন সম্পন্ন হয়েছে।খাওয়া দাওয়া শেষে কুসুমকে নিয়ে রাফসান দাদীর ঘরে গেলো।

কালো রঙের একটা বনেদী খাটে ধবধবে সাদা বিছানার চাদর পাতা।আর সেখানেই শুয়ে আছেন ভদ্রমহিলা।বেশ বয়স্ক হলেও তার চেহারায় এখনো জৌলুস রয়েছে।দেখেই বোঝা যায় বয়সকালে বেশ সুন্দরী ছিলেন তিনি।বিছানার একপাশে বসে আলতো করে ভদ্রমহিলার গায়ে হাত দিলো রাফসান।তারপর ধীর গলায় ডাকলো,

-দাদী।

ভদ্রমহিলা তন্দ্রাচ্ছন্ন ছিলেন।রাফসানের ডাকে চোখ মেলে তাকালেন।তারপর আদুরে গলায় বললেন,

-দাদুভাই তুমি নাকি?

-হ্যাঁ দাদী। আমি এসেছি।

-হ্যাঁ টের পেয়েছি।ঠিক বুড়োর মতো গায়ের গন্ধ।বুড়ো বেঁচে থাকতেও আমারে এইভাবে ঘুম থেকে তুলতো।তা দাদুভাই আমার নাতবৌ কই?

-এসেছে তো।

কুসুম এগিয়ে আসো দাদীর কাছে।

এই বসে সরে গিয়ে কুসুমকে বসার জায়গা করে দিলো রাফসান।


কুসুম এগিয়ে গিয়ে ভদ্রমহিলার পাশে বসতে বসতে বললো,

-আসসালামু আলাইকুম দাদী।

-ওয়ালাইকুম আসসালাম।তুমি কেমন আছো দাদুভাই।দেখি তোমার মুখটা।

ভদ্রমহিলা দুহাতে কুসুমের মুখ তুলে রাফসানকে বললেন,

-কিছুই তো চোখে দেখি না।দাদুভাই ওইপাশ থেকে চশমা টা দাও।

চশমা পড়েই কুসুমকে দেখে চোখ জুড়িয়ে গেলো ভদ্রমহিলার।কুসুমের মাথায় আদর করতে করতে বললেন,

-মাশাল্লাহ!সুন্দর বউ হয়ছে।রাফসান দাদুভাই আলমারি তে দেখো একটা কাঠের বাক্স আছে।ওটা আমারে দাও।


কাঠের বাক্স খুলতেই বেশ অনেকগুলো ভারী ভারী গয়না দেখা গেলো। বোঝাই যাচ্ছে সেগুলো বনেদী গয়না। সেইসাথে অনেক ভারী ভারী আর পুরোনো মডেলের।


বাক্স থেকে এক জোড়া বালা বের করে তিনি কুসুমের হাতে দিলেন।তারপর বললেন,

-বুড়া বেঁচে থাকতে এইগুলি গড়ায় দিছিলো।আজ সে ও নাই।আমার তিনকাল এক কালে ঠেকছে তাই এইগুলো রাখছি নাতনী আর নাতবৌদের  জন্য।তা নতুন বউ হাদিয়া পছন্দ হয়েছে?


-জ্বি দাদী।


-তয় আলহামদুলিল্লাহ।সুখী হউ দাদুভাই।আমার বংশবৃদ্ধি করো।


দাদীর কথায় রাফসান আর কুসুম দুজনেই লজ্জা পেয়ে গেলো।


পরের দিন ভোর ভোর তারা রওনা দিলো বাড়ির পথে।গাড়ির মধ্যে সারা রাস্তা ঘুমিয়েছে কুসুম।আর রাফসান!জেগে জেগে কুসুমের ঘুমন্ত মুখ দেখেছে।কতো মায়া যে লুকিয়ে আছে সেই মুখে তা কেবল রাফসানই জানে।

কুসুমের ঘুম ভাঙতেই দেখলো রাফসান তার দিকে হা করে তাকিয়ে আছে।কুসুম বেশ অপ্রস্তুত হয়ে গেলো সেইসাথে রাফসান নিজেও।ধরা খেয়ে রাফসান আমতা আমতা করে বললো,

-ইয়ে মানে বলছিলাম কি চা খাবেন।

-খাওয়াই যায়।

-তাহলে গাড়ি দাড় করাতে বলি?

-আচ্ছা।


তারপর রাস্তার ধারের দোকান থেকে চা খেয়ে তারা রওনা দিলো বাড়ির পথে।আঁকাবাঁকা ছবির মতো পথ পাড়ি দিয়ে তারা পৌছলো তাদের গন্তব্যে।


কুসুমরা গ্রাম থেকে এসেছে দুইদিন হয়েছে।এর মধ্যে পুরোদমে কাজে লেগে গিয়েছে রাফসান।বিয়ের কটা দিন ব্যাবসায় যা অবহেলা হয়েছে খেটে পুষিয়ে নিতে চায় সে।


এদিকে চাপার কাছ থেকে ফিরে আসার পর কুসুম ঠিক করেছে রাফসানের সাথে দুরুত্ব মিটিয়ে নেবে সে।তাকে দেবে স্বামীর অধিকার।

সেই চিন্তা করেই রাতের বেলা সবাইকে খেতে দিয়ে ঘরে যায় কুসুম।লাল টকটকে জামদানী পড়ে নেয় সে।চুলগুলো ছেড়ে দেয়।সেইসাথে হাল্কা সাজ আর গয়না।তারপর অপেক্ষা করতে থাকে রাফসানের জন্য।সে জানে ঠিক এইসময় রাফসান ঘরে ফিরবে। 

এভাবেই অনেকটা সময় কেটে যায়।কিন্তু রাফসানের ফিরে আসার নাম নেই।এদিকে বারবার ঘড়ির দিকে তাকায় কুসুম।নাহ!এতোক্ষণে তো রাফসান ফিরে আসে।আজ কি হলো!বুকের মধ্যে বিষাদের সুর বেজে ওঠে কুসুমের।প্রিয়জনের জন্য অপেক্ষার প্রহরগুলো কেনো যে এমন স্বস্তিহীন হয় কে জানে!


এদিকে রাফসানের বাবা এক ধ্যানে খেয়ে যাচ্ছিলেন।বলতেই হবে তার বৌমার হাতের রান্না খাসা।ধ্যান ভাঙলো মোবাইলের রিংটোনে।রাফসানদের কর্মচারী তুহিন কল দিয়েছে।রিসিভ করলেন তিনি,

-হ্যালো তুহিন বল।

-চাচা রাফসান ভাইয়ের এক্সিডেন্ট হয়েছে।শিগগির সদর হাসপাতালে চলে আসেন।


রাফসানের বাবার হাত থেকে ফোনটা পড়ে গেলো।মাথার মধ্যে চক্কর দিচ্ছে।একি শুনলেন তিনি!

পাশ থেকে সোয়েদা বেগম জিজ্ঞেস করলেন,

-কি হয়েছে?


-রাফসানের এক্সিডেন্ট হয়েছে।


কথাটা শোনা মাত্রই সোয়েদা বেগমের বুকে শোকের মাতল উঠলো।

সজোরে কান্না করে উঠলেন তিনি। সেই সাথে বিলাপ করতে লাগলেন,

-আমি জানতাম আমার ছেলে বাঁচবে না।আমার মায়ের মন।ওই কালনাগিনী ঘরে তুলে আমার সংসার ছারখার হয়ে গেলো গো।আমার তো ওই একটাই ছেলে।ওই স্বামীখেকো ডাইনি বাঁচতে দিলো না আমার ছেলেকে।আমি এখন কি নিয়ে বাঁচবো।ও রাফসানের বাপ তুমি আমারে নিয়ে চলো।আমার বুকের মানিকরে দেখবো।


সবকটা কথায় কুসুমের কানে এলো। কিন্তু এখন সেদিনে নজর নেই কুসুমের। রাফসানের জীবনই আজ তার বড় চাওয়া।কাঁদতে কাঁদতে কুসুম রাফসানের বাবার কাছে এসে মিনতি করলো,

-বাবা আপনার দুই পায়ে পড়ি আমাকে নিয়ে যান ওর কাছে।আমি ওকে একটাবার দেখতে চাই।

কথাটা শোনামাত্র কুসুমের শ্বাশুড়ি কুসুমের চুলের মুঠি ধরে তাকে টানতে টানতে ঘরে নিয়ে গেলো।তারপর বাইরে থেকে দরজা দিয়ে বলতে লাগলো,

-অপয়া মেয়ে মানুষ।আজ শুধু তোর জন্য ছেলেটা আমার এক্সিডেন্ট করেছে।আগে ছেলের অবস্থা দেখে আসি।তারপর ফিরে এসে তোকে তাড়াবো।

এই বলে হনহন করে বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে।রাফসানের বাবাও কথা বাড়ালো না। তার সে মনের অবস্থা নেই।হাটা দিলো স্ত্রীর পিছু পিছু।


এক্সিডেন্ট! ঠিক এমনি একটা এক্সিডেন্ট কুসুমের জীবন থেকে সব সুখ কেড়ে নিয়েছিলো।সেদিন কুসুমের সাথে ফোনে কথা বলতে বলতেই বিদেশের রাস্তায় হাটছিলো সায়ন।অন্যমনষ্ক হয়ে রাস্তা পার হতেই একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে চলে যায় তাকে।সেদিনই পৃথিবী থেকে বিদায় নেয় সায়ন।সেইসাথে বিদায় নেয় কুসুমের সুখ আর আনন্দ।সায়নের মৃত্যুর পর কুসুম ফোনটা বিসর্জন দেয় পুকুরের পানিতে।


শ্বাশুড়ি বাইরে থেকে দরজা দিয়ে যাওয়ার পর কুসুম আর সময় নষ্ট করে না।ওযু করে তারপর দুরাকাত নফল নামায পড়ে মোনাজাত ধরে,

-হে আল্লাহ,হে রহমানির রহিম।আজ তুমি প্রমাণ করে দিলে আমি সত্যিই অপয়া।সবাই ঠিকই বলে।কিন্তু আল্লাহ আমি নিজে তো নিজেকে তৈরী করিনি।তুমি করেছো।তবে কেনো আমাকে পৃথিবীতে পাঠালে।আমার জন্য সায়ন মরেছে। আজ যখন রাফসানকে মনের কথা বলতে যাব তারও এতোবড় ক্ষতি হলো।হে মাবুদ আমার মতো রাক্ষসীর বেঁচে থেকে লাভ কি।তোমার প্রাণ চায় তো!আমার প্রাণ নাও।কিন্তু রাফসানকে বাঁচিয়ে দাও।ইতিহাসে বাবর নিজের জানের সদকা দিয়ে শাহজাহানের প্রাণ বাঁচিয়েছিলো।তার  দোয়া তুমি যদি কবুল করো আমার টাও করতে হবে।হে মাবুদ,আমার জানের সদকা নিয়ে রাফসানকে বাঁচিয়ে তোলো তুমি।


এরপর কুসুম ঠিক করলো গলায় দড়ি দেবে কিন্তু কিছুতেই ফাঁস বাঁধতে পারছিলো না সে।বাধ্য হয়ে সারাঘর খুঁজতে লাগলো এমনকিছু যা দিয়ে নিজের জানের সদকা দেওয়া যায়।সারা ঘর খুঁজে ইঁদুর মারা এক শিশি বিষ খুঁজে পেলো সে রাফসানের ঘরে।সেটাই খেয়ে নিলো সে।তারপর.......

দুচোখ আস্তে আস্তে বুজে এলো তার।


(গল্পটির পরের পর্ব অতি শীঘ্রই আসবে,সবাই Poesy এর সাথেই থাকবেন।)

"অপয়া"-তামান্না ইসলাম।।পর্ব-০৪


পেছন ঘুরতেই কুসুম দেখলো রায়া তাকে জড়িয়ে ধরে আছে।রায়াকে দেখে মুচকি হাসলো কুসুম।রায়া আদুরে স্বরে বললো,


-ভাবী তুমি এখানে।আমি আরও তোমাকে খুজচ্ছি।রুমে নেই, ওয়াশরুমে নেই। আমি ভয় পেয়ে গিয়েছিলাম।


-কি ভেবেছিলে ভাবী পালিয়েছে?


-ধুর তা কেনো ভাববো?কিন্তু ভাবী তোমার চোখ মুখ এতো লাল কেনো?


-আসলে ঘুম হয়নি তো সারারাত


-কি ব্যাপার?ভাইয়া বুঝি সারারাত ঘুমাতে দেয় নি?


রায়ার কথায় লজ্জা পেয়ে যায় কুসুম।তারপর রায়ার কান টেনে দিয়ে বলে,

-আমার ননদিনী দেখছি খুব পাকা।তা এতো পাকামো শেখায় কে?


-আছে কেউ।


-তা কে সে শুনি।


-উঁহু। ক্রমশ প্রকাশ্য।এখন চলো তো মা ডেকে পাঠিয়েছে তোমাকে।


-কিছু হয়েছে কি?


-আরে না।আজ নাকি বৌভাত না কি।

তোমাকে রান্না করতে হবে।তাই সব বুঝিয়ে দেবে।


-ওহ।চলো।


-তুমি যাও আমাকে আবার প্রাইভেটে যেতে হবে।


-কিসে পড়ো তুমি?


-ইন্টার পরিক্ষা দেবো।


-ওহ।আমার চাপাও এবার ইন্টার দিতো।


-চাপা মানে তোমার সেই বোন যার সাথে ভাইয়ার বিয়ে হওয়ার কথা ছিলো?


-হুম।


দুজনেই চুপ হয়ে গেলো।কেউ আর কোনো কথা বললো না।কুসুম কষ্টে আর রায়া লজ্জায় চুপ হয়ে গেলো।


ছোট একটা শহরের কোনে এক কামরার ফ্ল্যাটে গড়ে উঠেছে চাপা আর অনিক এর লাল নীল ছোট্ট সংসার।অনিকের ভার্সিটি সংলগ্ন এলাকায় একটা ছোট বাসা ভাড়া করে আছে তারা। অনিকের বন্ধুদের সাহায্যে বিয়ে থেকে শুরু করে সংসার পাতা কোনোটাতেই খুব ভুগতে হয় নি তাদের।আর অনিক টিউশনি করে যা আয় করে তাতে কোনোমতো চলে যাবে দুজনের সংসার।যতই কষ্ট হোক চাপাকে হারাতে রাজি নয় সে।জীবনে চলার পথে এই মেয়েটিকে তার চায় ই চায়।

অনিকের পরিবার অবশ্য মেনে নিয়েছে তাদের এই পরিনয়।কিন্তু অনিক জানে একদিন চাপার পরিবারকে মানিয়ে নিতে পারবে তারা।

চাপা বসে রান্নার জন্য তরকারি কাটছিলো।আজ শাড়ি পরেছে সে।ভেজা চুলগুলো এলিয়ে দিয়েছে সারা পীঠে।একেবারে পাকা গিন্নী লাগছে তাকে।শাড়ির ফাকে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে।অনিক গিয়ে সোজা পেছন থেকে জড়িয়ে ধরে ধরে।তারপর অনিকের হাতদুটো অবাধে বিচরণ করতে থাকে চাপার পেটে।

কপট রাগ দেখিয়ে চাপা বলে,

-কি শুরু করেছো?শান্তিতে একটু রান্না ও করতে দেবে না নাকি?সরো তো।


-উফ চুপ করোতো। সবসময় বকুনি।বিয়ের আগেই ভালো  ছিলে তুমি কেমন দজ্জাল হয়ে গিয়েছো বিয়ের পর।এমন করতে আমি আমার ক্লাসের মেয়ে বান্ধবীদের সাথে মেলামেশা করবো কিন্তু।


-কি বললে!এতো সাহস!বলেছি না ক্লাসের কোনো মেয়ের সাথে মেশা যাবে না।তুমি শুধু আমার।


-তাহলে আদর করতে দাও।


-উঁহু একদম না।


-তাইলে গেলাম কিন্তু!


-ধ্যাৎ!


-কে ধ্যাৎ?


-তুমি।


-দাড়াও দেখাচ্ছি মজা।


এই বলে চাপাকে কোলে তুলে নেয় অনিক।এভাবেই চলছে তাদের দুষ্টুমিষ্টি সংসার।


এদিকে সোয়েদা বেগম একের পর এক রান্নার ফরমায়েশ করে যাচ্ছে কুসুমকে।কুসুমও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো শুনছে।৮-১০ টা আইটেম রান্না করতে হবে।

-কি পারবে তো রান্নাগুলো করতে?দুপুরে কিন্তু অনেক লোক খেতে আসবে।দেখো বাপু নাক কেটো না।


-পারবো।


-তুমি তো আবার চাষাভুষার মেয়ে।চাষারা ভালো খাবার চোখে দেখে নাকি।তারপর তোমার যেখানে বিয়ে হয়েছিলো তারাও তো চাষা।তাইনা?


কুসুম চুপ করে মাথা নিচু করে আছে।তার হয়তো বলার অনেক কিছুই আছে কিন্তু সে তো নতুন বউ।তাই মুখ বুজে সহ্য করাটাই তার ধর্ম।


সোয়েদা বেগম আবার বললেন,

-কতোবার বুড়োকে বারণ করেছিলাম ছোটলোক ঘর থেকে মেয়ে এনো না।বুড়ো আমার কোনো কথা শুনলো না।ভালো ঘরের মেয়েরা কি বাপ মায়ের সম্মান নষ্ট করে পালায়!মেয়েটা তো পালিয়ে গেলো আর বাপ মা এই আধবুড়ি বিধবা কে গছিয়ে দিলো।আমারই কপাল।


চুপচাপ চোখের পানি ফেলছে কুসুম।না তার জীবনের কষ্ট হয়তো ঘুচার নয়।আল্লাহ হয়তো তার জন্য সুখ রাখেইনি।

কুসুমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রমহিলা বেশ বিরক্ত হলেন।কথায় আছে যাকে দেখতে নারি তার চলন বাকা।ভদ্রমহিলার দশা ঠিক তাই।


-কি ব্যাপার?কিছু বলবে?


-না


-তাইলে সঙ এর মতো দাঁড়িয়ে আছো কেনো?রান্না বসাও গিয়ে।মতির মা কে বলো।রান্নাঘরের কোথায় কি আছে দেখিয়ে দেবে।


হাতের উল্টো পীঠে চোখের পানি মুছে রান্নাঘরের দিকে পা বাড়ায় কুসুম।


রাফসানের ঘুম ভাঙলো বেলা ১০ টায়।ঘুম থেকে উঠেই কুসুমকে খোঁজার চেষ্টা করলো সে।কিন্তু আশেপাশে কুসুমকে দেখতে পেলো না।রান্নাঘরে আসতেই কুসুম এর দেখা মিললো।

কুসুম এর দিকে তাকিয়ে একগাল হেসে রাফসান বললো,

-গুড মর্নিং।


-শুভ সকাল।


-কি করেন আপনি?


-এইতো রান্না করতে বললেন মা।


-কি কি রান্না হবে?


-সাদা ভাত,পোলাও,ডাল,মাছের ঝোল,খাসির মাংস, মুরগীর মাংস আর শেষ পাতে পায়েস।


-এতো রান্না একা করবেন নাকি?কাউকে তো রান্নাঘরে দেখছি ও না।

মতির মা এই মতির মা.....


কাজের মহিলাকে ডাকতে লাগলো রাফসান।মতির মা এসে ভয়ে ভয়ে দাঁড়িয়েছে রাফসানের সামনে।কারণ দেখতে শান্ত হলেও রাফসানের রাগ নেহাৎ কম নয়।


-জ্বে ভাইজান বলেন।


-তোমার ভাবী যে একা এতোগুলা রান্না করছে তোমার কি উচিৎ ছিলো না ওকে সাহায্য করা?


-জ্বে ভাইজান ছিলো।


-তাহলে কেনো করলে না?


-আম্মায় বারণ দিছে।


এদিকে চেঁচামেচি শুনে রাফসানের মা আর খালা বের হয়ে এলো ঘর থেকে।সোয়েদা বেগম তড়িঘড়ি করে ছেলের দিকে এগিয়ে এলেন।


-কি হয়েছে বাবা।এতো চেঁচামেচি কিসের?


-মা তুমি মতির মা কে বারণ করেছো কুসুমকে সাহায্য করতে?


সোয়েদা বেগম চুপ করে আছেন।তিনি খুব ভালোই জানেন মিথ্যে বলে লাভ নেই এখন।মাকে চুপ থাকতে দেখে রাফসান আবার বললো,

-ঠিক আছে। তোমাদের কাউকে কিছু করতে হবে না।আমি কুসুমকে রান্নায় সাহায্য করবো।


ছেলের কথা শুনে ক্ষেপে উঠলেন সোয়েদা বেগম।

-তুই ব্যাটাছেলে রান্নাঘরে কেনো ঢুকবি?আমি তোকে ঢুকতে দেবো না।আর মতির মাকে আমি আসতেই বলতাম ওই মেয়ে নিজে বলেছে সব পারবে।আর এখন ভালোমানুষের নাটক করছে।


-কুসুম কোনো নাটক করেনি মা।আমি সব বুঝি।


-হ্যাঁ হ্যাঁ সব দোষ তো মায়ের।বউ দুইদিন আসতে না আসতেই মা খারাপ!শেষে তুই কিনা বউ এর আঁচল ধরা হলি।


এই বলে কান্নার সুরে হেঁচকি তুলছে সোয়েদা বেগম।আর পাশ থেকে তার বোন শান্তনা দিচ্ছে, 


-আপা কাঁদিস না। সবই কপাল।


রাফসান আর এক মুহুর্ত সেখানে দাঁড়ালো না।হনহন করে হাঁটা দিলো বাইরের দিকে।রাফসান চলে যেতেই কুসুমের ওপর রেগে উঠলেন সোয়েদা বেগম।

-অপয়া মেয়ে মানুষ। দিলে তো আমার ছেলেটাকে বাইরে পাঠিয়ে।তুমি দেখছি আগুন লাগাবা আমার সংসারে।


দুপুর বেলা সব আত্মীয় স্বজনকে নিজ হাতে খেতে দিলো কুসুম।কুসুমের হাতের রান্না খেয়ে সবাই প্রশংসা করতে লাগলো।কুসুমের শ্বশুরমশাই রান্না খেয়ে ১ হাজার টাকার দুটো নোট গুঁজে দিলো কুসুমের হাতে।আর প্রাণ ভরে দোয়া করে বললো,

-দোয়া করি মা শত্রুর মুখে ছাই দিয়ে অনেকদিন ঘর সংসার করো আর মানুষকে হেদায়াতের পথে আনো তোমার ভালো গুন দিয়ে।

কথাটা বলে নিজের স্ত্রী আর শালির দিকে তাকালেন তিনি।সোয়েদা বেগম মুখ ঘুরিয়ে নিলেন।

বিকেলের মধ্যে আত্মীয়স্বজন যার যার বাড়ি চলে গেলেন।


সারাদিন পর রাত্রি ১০টার দিকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে রাফসান।তখন সারাদিনের কাজকর্ম শেষে গোসল সেরে চুল আচড়াতে বসেছে কুসুম।পেছন থেকে এমন দৃশ্য দেখে মাতাল মাতাল লাগছে রাফসানের।নিজের অজান্তেই ঘরে ঢুকে কুসুমের পেছনে এসে দাঁড়ালো রাফসান।তারপর জোরে জোরে আওড়াতে লাগলো,


  চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,

মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের 'পর

হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা

সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর,

তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, 'এতোদিন কোথায় ছিলেন?'

পাখির নীড়ের মত চোখ তুলে নাটোরের বনলতা সেন।


রাফসানের আবৃত্তি শুনে কিছুটা লজ্জা পেতে যায় কুসুম।সলজ্জা হাসি দিয়ে সে জিজ্ঞেস করে,

-আরে আপনি কখন এলেন?


-সবে মাত্র।


-সারাদিন সবাই আপনার কতো খোঁজ করেছে।ফোনটাও তো বন্ধ ছিল।সবাই কতো চিন্তা করছিলো জানেন।


-আপনি করেন নি?


-হুম করেছি বৈ কি।চলেন আপনাকে খেতে দিয়ে দিই।


-চলেন।


রাফসানকে খেতে দিচ্ছে কুসুম।রাফসান ও খুব তৃপ্তি করে খাচ্ছে।রাফসানের খাওয়া দেখে কুসুমের খুব মায়া হচ্ছে।

-সারাদিন নিশ্চয় কিছু খাওয়া হয়নি।তাইনা?


-কই না তো।


-লুকাচ্ছেন কেনো।আপনার চোখমুখ বলে দিচ্ছে খাওয়া হয়নি সারাদিন।


-সে কথা যদি বলেন আপনার চোখমুখ ও একি কথা বলছে।তা বলি কি এই অধমের সাথে খেতে বসলে আপনার জাত যাওয়ার সম্ভবনা আছে?


-কি যে বলেন।দাঁড়ান বসছি।


একটা প্লেটে নিজের জন্য কিছুটা ভাত বেড়ে নিলো কুসুম।খেতে খেতে রাফসান বললো,

-আমি একান্ত দুঃখিত।আপনার কাছে মাফ চাচ্ছি।


-কিসের জন্য?

অবাক হয়ে জিজ্ঞেস করে কুসুম।


-আমার পরিবারের ব্যবহারের জন্য।আপনার হয়তো এই ব্যবহারগুলো পাওনা ছিলো না।


-বাদ দিন।মানুষের কথা আমার গা সওয়া হয়ে গিয়েছে। আপনাকে আর একটু তরকারী দেই?


-প্রসঙ্গ বদলাচ্ছেন?


-উঁহু। ঝামেলা এড়াচ্ছি।এই যে আপনি দুপুর থেকে না খেয়ে আছেন সেটাও আমার জন্য।আমি আর কোনো ঝামেলার কারণ হতে চাই না।


কুসুমের কথায় চুপ হয়ে গেলো রাফসান।এই মায়াময়ী মেয়েটার জন্য প্রচণ্ড মায়া হচ্ছে তার।আচ্ছা এটাকে কি ভালবাসা বলে!ভালবাসা এতো সহজে হয়!

নিজের মনকে প্রশ্ন করে রাফসান।


খাওয়া দাওয়া শেষে কুসুম বিছানা ঠিক করছে।আচমকা রাফসান এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে।তারপর কুসুমকে নিজের দিকে ঘুরিয়ে আলতো করে চুমু একে দেয় তার কপালে।


রাফসানের এমন আচরণে বেশ অপ্রস্তুত হয়ে যায় কুসুম।নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে সে।কুসুমকে ছেড়ে দিয়ে রাফসান বলে,

-ভয় পেও না কুসুম।আমি জানি অতীতকে ভোলা তোমার জন্য অনেক কষ্টের।আমি তোমাকে কখনো জোর করবো না।যেদিন তুমি নিজে আমার কাছে আসবে আমি সেদিনের অপেক্ষা করবো।এইকয়দিন আমরা না হয়  বন্ধু থাকি।আমি কি তোমাকে তুমি বলতে পারি?এটুকু অধিকার কি আমাকে দেওয়া যায়?


কুসুম কিছু বললো না।শুধু সম্মতিসূচক হাসি দিলো।এই হাসির অর্থ ভালভাবেই বুঝতে পারলো রাফসান।


এমনসময় দরজায় কারো কড়া নাড়ার শব্দে ফিরে তাকাল দুজন।রাফসানের ধারণা আজও তার খালা এসেছে নতুন কোনো বাহানা নিয়ে।আজ দুচার কথা শুনিয়ে দেবে রাফসান খালাকে।এই ভেবে দরজা খুলে দেখলো তার ধারণা ভুল করে দিয়ে রাফসানের বাবা দাঁড়িয়ে আছে।


-ভেতরে এসো বাবা।


-হুম আসছি।ঘুমিয়ে পড়েছিলি নাকি?


-না বাবা। ঘুমোই নি।

পাশ থেকে উত্তর দেয় কুসুম।


-শোনো বউমা তোমাদের দুজনকে একটা কথা জানাতে এলাম।


-কি কথা বাবা?


-তুমি হয়তো জানো না আমাদের পৈত্রিক বাড়ি কুষ্টিয়ে জেলায়।ব্যবসার জন্য যশোরে আসা আমার।সেখান থেকে যশোরেই বাড়ি করে স্থায়ী হওয়া।আমার মা আর ভাইয়েরা কিন্তু পৈত্রিক বাড়িতেই  থাকেন এখনো।মায়ের তো বয়স হয়েছে।বিয়েতে আসতে পারে নি।এখন নাতবৌ দেখতে চায়ছে।আমি কথা দিয়ে দিয়েছি তোমরা দুজন কাল সকালে যাবে সেখানে।গোছগাছ করে নাও।


-কিন্তু বাবা!কোনো কিন্তু না।তোমার কাল যাচ্ছো।


দুজনের সম্মতি দেয় এবার।রাফসানের বাবা বের হয়ে আসেন ছেলের ঘর থেকে।


এদিকে অনেক রাত হয়ে গিয়েছে কিন্তু অনিকের ফেরার নাম নেই।বারবার তাকে কল দিয়েও পাওয়া যাচ্ছে না।চিন্তায় শেষ হয়ে যাচ্ছে চাপা।এই অচেনা অজানা শহরে সে এতো রাতে কোথায় খুঁজবে নিজের স্বামীকে।বারবার তার মন কু ডাকছে।বাইরে ঝড়বৃষ্টি হচ্ছে।অনিকের কোনো বিপদ হয়নি তো!

ভাবতেই বুকটা ধক করে উঠলো চাপার।


কুসুমদের কুষ্টিয়া পৌছতে সকাল ১১টা বাজলো।চৌরাস মোড়ে গাড়ি টা থামিয়ে কিছু ফলমিষ্টি কিনতে নেমেছিলো রাফসান।কুসুম গাড়িতেই বসে ছিলো।হঠাৎ রাস্তার অপরপাশে চোখ যেতেই চক্ষুচড়কগাছ।রাস্তার অপরপাশে দাঁড়ানো মানুষটি কুসুমের খুব চেনা।কিন্তু সে এখানে আসবে কি করে!!

তাড়াহুড়ো করে গাড়ির দরজা কুসুম এমনভাবে এগিয়ে গেলো ওপারের মানুষটির দিকে যেন ধরতে না পারলেই পালিয়ে যাবে......


(গল্পটির পরের পর্ব অতি শীঘ্রই আসবে,তাই Poesy এর সাথেই থাকবেন।)

"অপয়া"-তামান্না ইসলাম।।পর্ব-০৩

শ্বশুড়বাড়িতে পা দিয়ে কুসুমের জীবনে শুরু হলো অন্য একটি কষ্টের অধ্যায়।নতুন বউ ঘরে পা রাখতে না রাখতেই তাকে নিয়ে শুরু হলো কানাকানি।রাফসানের নানী  হাসতে হাসতে বলে বসলো,"নতুন বউ এর বয়সের তো দেখি গাছ পাথর নেই।তা শুনলাম এক ঘর ঘুরে আইছো।তোমার তো আমার থেইকাও অভিজ্ঞতা বেশি।"

কথাটা বলার সাথে চারিদিকে হাসির রোল পড়ে গেলো।অথচ কুসুম মাত্র ৪ বছরের বড় চাপার।কুসুমের ইচ্ছে করছে মাটির নীচে ঢুকে যেতে।এতোটা অপমান ও বুঝি তার পাওয়া ছিলো!

এদিকে রাফসানের মা সোয়েদা বেগম কাঁদতে কাঁদতে অস্থির।নিজের ঘরে শুয়ে আছেন তিনি।স্পষ্ট জানিয়ে দিয়েছেন ওই মেয়ের মুখ তিনি দেখবেন না।তার অমন সোনার টুকরো ছেলের পাশে কোনো দোজবর মেয়ে তিনি মানবেন না।ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছেন তিনি আর পাশে বসে বাতাস করছে আর সান্তনা দিচ্ছে ওনার বোন আমেনা বেগম

-আপা চুপ কর তো।আর কতো কাঁদবি। এভাবে কেঁদে কোনো লাভ আছে?বিয়ে তো আর আটকাতে পারিস নাই।


-ওই মিনসে(রাফসানের বাবা) আমার এতো বড় সব্বনাশ করবে আমি কি জানতাম?ওই মেয়েরে কিছুতেই ঘর করতে দেবো না আমি বেঁচে থাকতে।


-এইভাবে কান্নাকাটি করে আটকাবি কি করে শুনি?তার থেকে শান্ত হয়ে বুদ্ধি খাঁটিয়ে এমন কিছু করতে হবে যাতে ওই মেয়েই পালিয়ে যায়।বুঝলি কিছু?


-কি করা যায় বলতো তাইলে।


-ধীরে সুস্থে যা করার করবি।কিন্তু মানুষের কাছে খারাপ হবি কেন?মুখে মুখে ভালো ব্যবহার করে দোষমুক্ত থাকবি।বোঝা গেলো?


-আচ্ছা।তাহলে তুই থেকে যা।তোর জামাইরে বল একলা চলে যাইতে।এসব আমার একলার বুদ্ধিতে কুলাবে না।


-আচ্ছা এইবার তুই চোখটা মুছে খেয়ে নে তো।আমি দেখছি।


এদিকে কুসুম একা ঘরে বসে আছে।তার পাশে কেউ নেই।তার জায়গায় চাপা থাকলে হয়তো এখানে অনেকেই থাকতো। "চাপা কোথায় চলে গেলি রে বোইন।"দীর্ঘশ্বাস ছাড়ে  কুসুম


খুব জোর টয়লেট পেয়েছে তার।কিন্তু এই বাড়ির কিছুই চেনে না সে।আর নতুন বউ হেঁটেচলে বেড়ানোটাও ঠিক না।কুসুম  ঘরটা দেখতে থাকে।যে ঘরে সে বসে আছে এটা খুব সম্ভবত রাফসানের ঘর।কারণ ঘরভর্তি রাফসানের নানারকমের ছবি।ঘরটাও খুব বিলাসবহুল আর সুন্দর করে সাজানো।বড় খাট,দামী আসবাবপত্র সব জায়গায় যেন আভিজাত্য ছড়ানো। এর আগে এতো বড় বাড়ি বা এতো বিলাসবহুলতা দেখেনি কুসুম।সায়নের বাবা ও বেশ বড়লোক ছিলো।তবে গ্রাম্য বড়লোক।পাকা বাড়ি  ছিলো তবে উপরে টিনের চালা।


আবার সায়ন!

উফফ সায়নের কথা ভাবতেই কুসুমের চোখ ছলছল করে উঠলো।এমনসময় দুজন মহিলা ঘরে ঢুকলো।একজন মধ্যবয়সী অন্যজন নিতান্তই কম বয়সী। উঁহু একেবারেই মহিলা বলা যায় না।কুসুম শাড়ি ঠিক করে নিয়ে বসলো।

মহিলা বলে উঠলো,

-কিগো নতুন বউ,বসে ঝিম মারছো যে।ঘুম পাচ্ছে বুঝি?তা তো পাবেই যা ধকল গেলো।


হা করে তাকিয়ে আছে কুসুম।এদের কাউকেই চেনে না সে।ভদ্রমহিলাও সম্ভবত সেটা বুঝলেন।

তাই নিজেই বললেন,

-ওহ আমাদের তো চেনো না।।আমি তোমার চাচী শ্বাশুড়ি।আর এই হলো তোমার ননদ রায়া


-তুমি চেঞ্জ করবে না ভাবী?সেই কখন থেকে এভাবে বসে আছো।

রায়া বলে উঠলো।


-একটু বাথরুমে যাব।


-ওমা!আগে বলবা তো।তোমার ঘরের সাথেই তো বাথরুম আছে।আসো তোমাকে দেখিয়ে দেই।


বাথরুম থেকে ফ্রেস হয়ে আসতেই কুসুমের চাচীশ্বাশুড়ী বললেন,

-একা একা শাড়ি পড়তে পারবা না সাহায্য লাগবে?


-না আমি পারি।


-তা তো পারবাই।তোমার তো আবার বিয়ের অভিজ্ঞতা আছে।তা বাপু তোমার শ্বাশুড়ি যা শুরু করছে এইখানে কয়দিন ভাত খাইতে পারবা কে জানে!


-আহ কাকী।কি যা তা বলো।

ঝাঝিয়ে ওঠে রায়া।


-হ রে বাপু।তোমার মায়ের নামে বললে তোমার খারাপ লাগবেই।থাক পরের সংসারের ব্যপারে আমি আর কিছু বলছি না।তা নতুন বউ পেটে দানাপানি পড়েছে?কথায় আছে পেটে খেলে পিঠে সয়।


-না খাওয়া হয় নি।


-শেষ কখন খেয়েছো?


-কাল রাতে।


-বলো কি?এতোক্ষন না খেয়ে!আমি হলে তো বেহুঁশ হয়ে যাইতাম।অবশ্য তুমি গ্রামের মেয়ে তারপর আবার চাষী বাড়ির।অভ্যাস আছে।কি বলো?


কুসুম কোনো কথা বলছে না।চুপ করে আছে।

রায়া বলে উঠলো,

-দাড়াও ভাবী আমি তোমার খাবার আনছি।


রায়া যেতেই দরজাটা হাল্কা বন্ধ করে মহিলা আবার শুরু করলেন,

-ভালো করে বুঝে শুনে থেকো বাপু।তোমার শ্বাশুড়ি মোটেও ভালোমানুষ না।কি দিয়ে কি প্যাচ যে লাগাবে শেষে দেখা গেলো তোমার এই সংসার ও আর হইলো না।


কুসুম চুপ করে আছে।উনি আবার বলতে শুরু করলেন,

-নিজের স্বামী কে আঁচলে বেধে রাখবা।স্বামী ঠিক তো জগৎ ঠিক।


হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে চুপ করে গেলেন তিনি।রায়া খাবার নিয়ে চলে এসেছে।কুসুমকে খাইয়ে দিচ্ছে ওর চাচীশ্বাশুড়ি।ভদ্রমহিলা একটু কথা বেশি বললেও বেশ দয়ালু।কুসুমকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন।খাওয়া দাওয়া শেষে কুসুমকে হালকা সাজিয়ে দিলো রায়া আর সাথে কিছু হলকা গয়না পড়িয়ে দিলো।তারপর দুজনই ঘর থেকে বের হয়ে যাচ্ছিল হঠাৎ রায়া ফিরে আসলো তারপর কুসুমের কানে কানে বললো,

-ভাবী একটু ওয়েট করো।ভাইয়া কে পাঠিয়ে দিচ্ছি।তারপর কেউ ডিস্টার্ব করবে না।বেস্ট অফ লাক।

এরপর দৌড়ে পালিয়ে গেলো সে।


রাত ১২ টা।কুসুম একা ঘরে বসে আছে।সেই যে রায়া গিয়েছে আর আসেনি।এরপর আর কেউ উঁকি দেয় নি এ ঘরে।কুসুমের খুব ঘুম পাচ্ছে।কিন্তু নতুন বউ এভাবে ভোস ভোস করে ঘুমানোও ঠিক না।অসহ্য লাগছে কুসুমের।কে জানে কোথায় ফেসে গিয়েছে সে।

হঠাৎ কারো মেকি কাশির আওয়াজে ঘোর কাটলো কুসুমের।এই কাশির অর্থ দরজার বাইরের মানুষটা ভেতরে ঢুকতে চাচ্ছে।

কুসুম নিজের কাপড় ঠিক করে নিলো।দরজা  ঠেলে ভিতরে ঢুকলো রাফসান।রাফসানকে দেখেই কুসুমের কলিজা শুকায় গেলো। না জানি কি বলে।টেনশনে কুসুম নিজেই দাঁড়িয়ে বলতে লাগলো,

-বিশ্বাস করেন আমি এই বিয়েটা করতে চাইনি।আমি জানি আপনার পক্ষে চাপার জায়গায় আমাকে মেনে নেওয়া অসম্ভব।আমি আশা ও করছি না তেমন কিছু।আমি কাজের মেয়ের মতো পড়ে থাকবো কিন্তু দয়া করে আপনি তাড়িয়ে দেবেন না আমাকে।


কথা বলতে বলতে কুসুমের ঘোমটা টা সরে গিয়েছে।এই প্রথম কুসুমকে দেখছে রাফসান।দেখছে বলতে হা করে তাকিয়ে আছে।মেয়েটা অসম্ভব সুন্দরী। শুধু সুন্দরী বলতে ভুল হবে একেবারে মায়াবতী উঁহু মায়াময়ী। চাঁদের মতো মুখে ঠোঁটের কাছের তিলটা যেন আরও বহুগুন বাড়িয়ে তুলেছে তার রুপ।চাপার থেকে ঢের বেশি সুন্দরী কুসুম।এমনকি গায়ের রঙটাও বেশি সুন্দর।


রাফসানকে চুপ থাকতে দেখে কুসুম আরও ভয় পেয়ে গেলো।তারপর কাঁদো কাঁদো মুখে বললো,

-কথা বলছেন না কেনো?আপনি কি আমাকে বের করে দেবেন?


-আপনি এতো ভয় পাচ্ছেন কেনো বলুন তো?আমাকে দেখে কি খুব রাগী মনে হচ্ছে?আর না মেনে নেওয়ার কি আছে?আপনি আমার বিয়ে করা বউ।কলেমা পড়ে বিয়ে করেছি নিজের সম্মতিতে।আর এটা কি নাটক সিনেমা নাকি যে মেনে নেবো না?


-আপনি কি আমার অতীত জানেন?আপনি কি জানেন আমি বিধবা?


-আচ্ছা এই বিধবা শব্দটা কি আপনি অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন?কি ভাবছেন?আমি ঝাঁপিয়ে পড়বো আপনার উপর?তাই জন্য বুঝি বিধবা পরিচয় দিয়ে এড়াতে চাচ্ছেন আমাকে।নাকি অন্যকিছু?


রাফসানের কথা শুনে রিতিমত অবাক কুসুম।আমতা আমতা করে সে বললো,

-না মানে........


-না মানে আসলে কিছুই না।আপনি হেজিটেট ফিল করবেন না।বিধবা বিয়ে করা আমার নবীর সুন্নাহ।আর তাছাড়া আমি বিশ্বাস করি আপনার দ্বারা আমার কল্যাণ আছে বলেই আল্লাহ আপনাকে আমার জন্য তৈরী করেছেন।আর আমার আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছে আমি খুশি মনে গ্রহণ করেছি।আল্লাহ না চাইলে এই বিয়েটা হতোনা।তাই আমি না মানার কেউ নই।বোঝা গেলো?


রাফসানের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে কুসুম।আল্লাহ বুঝি সত্যিই তার কষ্টের দিন ঘুচালো।একটা মানুষ এতো ভালো হয়!


রাফসান আবার বললো,

-এই যে ম্যাডাম।হা করে দাঁড়িয়ে না থেকে ওযু করে আসেন।নামায পড়তে হবে।


কুসুম কিছু বলতে যাচ্ছিল কিন্তু হঠাৎ দরজায় দুমদুম আওয়াজে দুজনেই সেদিকে মন দেয়।

বাইরে থেকে রাফসানের খালা চিল্লাচ্ছে।

-রাফসান দরজা খোল বাবা। তাড়াতাড়ি এসে দেখে যা কি সব্বনাশ হলো রে বাপ!


রাফসানের পিছু পিছু কুসুমও গেলো রাফসানের মায়ের ঘরে।ভদ্রমহিলা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন।রাফসান গিয়ে মায়ের পাশে বসে তার গায়ে হাত রেখে বললো,

-কি হয়েছে মা তোমার?


-দেখ না বাবা হাটুর ব্যথা টা বেড়েছে।কিছুতেই উঠতে পারছি না বিছানা থেকে।কিন্তু তোরা আবার উঠে আসতে গেলি কেনো?


-খালাই তো ডেকে নিয়ে এসেছে।

বলেই রাফসান আমেনা বেগমের দিকে তাকালেন।আমেনা বেগম আমতা আমতা করতে লাগলেন,


-না মানে আসলে আমি ভাবলাম বাবুকে একবার ডাকি।


-কাজটা তুই মোটেও ঠিক করিস নি।

নিজের বোনের ওপর কপট রাগ দেখায় সোয়েদা বেগম।


-খালা তো ঠিকই করেছে মা।

পাশ থেকে বলে উঠলো কুসুম


রাফসান অবশ্য সেদিকে কান দিলো না।তাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ বিরক্ত।ছোটবেলা থেকেই নিজের খালার বাড়িয়ে বলা স্বভাবটা সে জানে।আমেনা বেগমের দিকে তাকিয়ে বেশ কর্কশ গলায় সে বললো,

-খালা তুমি বরং ঘরে গিয়ে শুয়ে পড়ো।মায়ের কাছে আমরা আছি।


আমেনা বেগম চলে যেতেই কুসুমকে পাশে বসতে ইশারা করে রাফসান মায়ের পা টিপতে লাগলো।কুসুম অবশ্য অনেকবার চেয়েছিলো নিজে শ্বাশুড়ির পা টিপতে কিন্তু রাফসান তা করতে দেয় নি।


রাত্রি ৩টার দিকে সোয়েদা বেগম ঘুমের অতলে চলে গেলেন।রাফসান আর কুসুম তখনও বসে আছে তার পাশে।কুসুম অবশ্য হাতের ওপর ভর দিয়ে বসে বসেই ঘুমাচ্ছে।সারাদিন যা ধকল গেলো তাতে ওর একটু বিশ্রামের দরকার ছিলো।মেয়েটার ঘুমন্ত মুখ দেখে খুব মায়া হচ্ছে রাফসানের।হঠাৎ রাফসান খেয়াল করলো কুসুম একেবারে খাটের ধারে বসে আছে।যখন তখন পড়ে যেতে পারে ঘুমের ঘোরে।

কুসুমের গায়ে আলতো করে হাত রেখে রাফসান ডাকলো,

-কুসুম।

রাফসানের ডাকে আকস্মিকভাবে ঘুম ভেঙে যাওয়ায় নিজেকে সামলাতে পারে না কুসুম।পেছনের দিকে পড়ে যেতে নিলে রাফসান ধরে ফেলে তাকে।তারপর জড়িয়ে নেয় নিজের সাথে।কুসুমের মাথাটা চেপে ধরে নিজের বুকে।

কুসুম ও হুট করে এমনকিছু হবে আশা করে নি।লজ্জা পেয়ে যায় সে।তারপর নিজেকে ছাড়িয়ে নিয়ে লজ্জিত ভঙ্গিতে বলে,

-সরি।আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম।


-কোনো ব্যপার না।আসলে আমারই ভুল হয়েছে।আপনার ঘুমের প্রয়োজন ছিলো।এখন তো মা ঘুমিয়ে পড়েছেন।চলুন ঘুমানো যাক।


-উঁহু এখন আর ঘুমিয়ে কাজ নেই।ঘণ্টাখানিক পর ফজরের আযান দেবে।এখন  ঘুমালে ফজরের নাযায কাযা হয়ে যাবে।


-তা ঠিক বলেছেন।কেউ তো উঠেনি।তাইলে চলেন ছাদে যাই।এইফাঁকে আপনাকে ছাদটাও দেখানো হয়ে যাবে।জানেন তো ছাদে সবজি বাগান করেছি আমি।


-ঠিক আছে চলুন।


-দাঁড়ান আগে দুকাপ কফি বানিয়ে আনি।খাবেন তো কফি?


-আমি তো কফি খাইনা।কখনো খাইনি আসলে সেভাবে।


-তাহলে চা।চলবে?


-হুম চলবে।আমাকে রান্নাঘর টা দেখিয়ে দিন আমি বানিয়ে নিয়ে আসছি।


-আরে না।বউ হয়ে যখন এসেছেন হেঁশেলের দ্বায়িত্ব তো নিতেই হবে।আজকে বরং রাফসানস স্পেশাল টি খান।


-আপনি চা  বানাতে পারেন নাকি?


-সব পারি ম্যাডাম।আমাকে তুচ্ছ ভাববেন না।

একসাথে হেসে উঠলো দুজন।


রাফসান খুব পাকা হাতে চা বানাচ্ছে।পাশে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে কুসুম।এই ছেলেটা সত্যিই অন্যরকম। সবার থেকে আলাদা।



চা খেতে খেতে অন্ধকার রাত্রির শেষে ভোরের আলো ফোঁটা দেখছে রাফসান আর কুসুম।কুসুমের মনে হচ্ছে ঠিক এভাবেই পাশে দাঁড়ানো মানুষটার ছোঁয়ায় তার জীবনের আধার কালো রাত কেটে যাবে।


ফজরের আযান দিয়েছে অনেক্ষণ।চাপা এখনো ঘুম থেকে উঠেনি।অনিক অনেক্ষণ ধরে ডেকে চলেছে নামাযের জন্য।কিন্তু মেয়ের কোনো হুশ নেই।

-চাপা উঠো না।আযান দিয়ে দিয়েছে।নামায পড়ে না হয় ঘুমিও।


-উফ অনিক ঘুমাতে দাও প্লিজ।সারাটা রাত ঘুমাতে দাও নি।সারা রাত জ্বালিয়ে পুড়িয়ে এখন ডাকছো কেনো।যাও না প্লিজ।


-কই জ্বালিয়েছি।শান্তিতে একটু আদরও করতে দাও নি।এখন আবার জ্বালানোর বদনাম।রেগে যাচ্ছি কিন্তু।


-ওলে আমাল বাবুতা।রাগ করে না।প্লিজ ঘুমাতে দাও।


-নামায পড়ে ঘুমাও।কিন্তু এভাবে শুয়ে থাকা যাবে না।


-আমি যদি নামায পড়ি সকালের নাস্তা তোমাকে বানাতে হবে।


-ঠিক আছে রাজি।ভার্সিটিতে যাওয়ার আগে আমি নাস্তা বানিয়ে দেবো।


-ঠিক আছে উঠছি।


-এইতো আমার মিষ্টি বউ টা।


চাপার কপালে আলতো করে চুমু একে বাথরুমের দিকে পা বাড়ায় অনিক।কি মনে করে আবার ফিরে আসে। জগ থেকে পানি নিয়ে ছিটিয়ে দেয় চাপার চোখে মুখে।তারপর এক দৌড়ে গিয়ে বাথরুমে ঢোকে।চাপাও কম যায় না।বাইরে থেকে ছিটকিনি দিয়ে দেয় বাথরুমের।তারপর জোরে জোরে হাসতে হাসতে বলে,

-নে ব্যাটা এবার সামলা।


এদিকে নামায শেষে বিছানায় গা এলিয়ে দিয়েছে রাফসান।কুসুমের অবশ্য ঘুম পেলেও ঘুমোনোর সাহস হচ্ছে না।নতুন বউ ঘুমিয়ে পড়লে আবার কে কি বলবে কে জানে!বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকলো কুসুম।হঠাৎ পেছন থেকে কেউ শক্তভাবে জড়িয়ে ধরলো কুসুমকে।ঘটনার আকস্মিকতায় চমকে উঠলো কুসুম।


(গল্পটির পরের পর্ব অতি শীঘ্রই আসবে,সবাই Poesy এর সাথেই থাকবেন)

"অপয়া"-তামান্না ইসলাম।।পর্ব-০২

"আমারে বিয়ে করবি কুসুম?"

সায়নের এমন কথায় হকচকিয়ে গিয়েছিলো কুসুম।

অন্যান্যদিনের মতো সেদিনও কুসুমের কলেজ থেকে ফেরার রাস্তায় দাঁড়িয়েছিলো সায়ন।কুসুমও অভ্যাসগতভাবে হাটছিলো সায়নের পাশে পাশে।হুট করে সায়ন এমন কিছু বলতে পারে সেটা ভাবে নি কুসুম।

লজ্জায় মুখ নামিয়ে নিয়েছিলো সে।


সায়ন আবার বলতে শুরু করলো,

-তোরে মুখে কিছু বলতে হবে না।কদম চাচার দোকান থেকে তোর জন্য আলতা,স্নো আর পাওডার নিয়ে আসছি।তোর যদি মত থাকে তো এইগুলা নিবি আর না হলে না নিয়েই চলে যাবি।


-আমি কিছু জানি না সায়ন ভাই।বাবা যদি রাজি থাকে আমিও রাজি।বাবারে আমি কষ্ট দিতে পারবো না।


-ঠিক আছে।আমি কালই আব্বারে চাচার কাছে পাঠাবো।তোরে আমি খুব তাড়াতাড়ি ঘরে নিয়ে আসবো।


পরের দিন বিকাল বেলা করিম শেখের তেঁতুল গাছ থেকে তেঁতুল চুরি করে এনে লবণ-মরিচ দিয়ে বেটে খাচ্ছিলো কুসুমরা তিন ভাই বোন।দুষ্টুমি আর কুটবুদ্ধিতে দুই বোন পাকা হলেও অকাজ গুলা ভাই কে দিয়ে করায় তারা।এই যেমন,এর গাছে ওঠা,ওর বাড়ির আমটা,জামটা,লিচুটা চুরি করে আনা।তারপর সেগুলো বাড়ি এনে তিনভাইবোন একসাথে খাওয়া।এর যেন মজায় আলাদা।

কুসুম একটু তেঁতুল মুখে দিয়ে চোখ বন্ধ করে স্বাদ নিতে লাগলো। এমনসময় ওর ভাই এসে বললো, 

-বাড়িতে হানিফ চাচা আর চাচার ছেলের সায়ন ভাই আইছে।আপার বিয়ের কথা বলতেছে।সায়ন ভাইয়ের সাথে নাকি আপার বিয়ে হবে।কি যে মজা!আপার বিয়ে খাব।


সাথে সাথে কুসুম আর চাপা এক দৌড়ে আঁড়ালে এসে দাড়ালো। সায়ন আর সায়নের বাবা উঠানে চেয়ারে বসে আছে।সায়নের বাবা আর কুসুমের বাবা বসে কথা বলছে।সায়ন চুপচাপ বসে আছে।চুপচাপ বললে অবশ্য ভুল হবে।সায়নের দুইচোখ কুসুমকে খুঁজে চলেছে।


-দেখো সাবের মিয়া,আল্লাহ দিলে আমার কিছু কম নাই আর আমার এই একটাই পোলা।সয়-সম্পত্তি যা আছে সবই ওর।তাছাড়া আমার পোলার মতো পোলা এই গাঁয়ে নেই।বিড়ি সিগারেটের নেশা নেই।আর আমি কি কইতাম।তোমরা ছোটকাল থেকে দেখতেছো ওরে।আর আমাগো কুসুম মা ও ভদ্র-সভ্য।গুরুজনেরে সম্মান দেয়।তারে গাঁয়ের সবাই ভালবাসে।আমার পোলা যখন কইলো ওরে বিয়ে করতে চায় আমি কিন্তু না করিনাই।আশা করি তোমারও আপত্তি নাই।


-দেখেন ভাইসাব,আপত্তি আমার ও হইতো না।সায়ন বাপ ছেলে ভালো।কিন্তু আমার মেয়ে কলেজে পড়ে আর সায়ন বাপ ননম্যাট্টিক। এইখানেই আমার আপত্তি।ও যদি ম্যাট্টিক পাশ ও হইতো আমি ভেবে দেখতাম।আর তাছাড়া আপনার যাই থাক ছেলে তো বেকার।আমি কোন ভরসায় মেয়ে তুলে দেবো তার হাতে?


-তুমি কি আমারে অপমান করতেছো?


-ছি ছি ভাইসাব।এমন কিছুই না।


-তাইলে তুমি একজন ভাগচাষী হয়ে আমার কাছে মেয়ে দিতে অস্বীকার করো কেমনে?


রাগে গজগজ করতে লাগলেন সায়নের বাবা হানিফ শেখ।তিনি উঠে চলেই যাচ্ছিলেন।সায়ন আটকালো নিজের বাবাকে।এবার সে নিজে কথা বললো,

-চাচা আপনার সব কথা আমি মানলাম।কিন্তু আপনি আমারে কথা দেন আমি যদি ম্যাট্রিক পাশ করে একটা কাজ জুটাতে পারি আপনি কুসুমরে আমার কাছে দিবেন।কথা দেন তার আগে কুসুমের বিয়ে দেবেন না।

-ঠিক আছে কথা দিলাম।


সেদিনের পরে সায়ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নবম শ্রেণীতে।এসএসসি পাশ করে সে।শুধু তাই নয় অনেক চেষ্টা করে লোকজন ধরে কুয়েতের ভিসা করায় সে।সেখানে একটা কাজের ও ব্যাবস্থা করে ফেলে।ততদিনে কুসুম ও এগিয়ে গিয়েছিলো অনেক দূর।এ গ্রেড নিয়ে এইচএসসি পাশ করে এলাকার কলেজেই ইতিহাসে অনার্স ভর্তি হয় সে।

তারপর সারা গ্রামকে সাক্ষী রেখে ধুমধাম করে বিয়ে হয় সায়ন আর কুসুমের।বিয়ের ১৫ দিনের মাথায় সায়ন কুয়েত চলে যায়।এই ১৫ টা দিন ছিলো কুসুমের জীবনে কাটানো সুন্দরতম দিন।সায়ন এই দিনগুলোতে নিজের সবটুকু ভালবাসা উজাড় করে দিয়েছে কুসুমকে।

দেখতে দেখতে সায়নের যাওয়ার সময় হয়ে যায়।যাওয়ার আগে ২দিন কুসুম অভিমানে কথা বলেনি সায়নের সাথে।শেষমেশ যাওয়ার আগের দিন রাতে সায়নের বুকে মাথা রেখে খুব কেঁদেছিলো কুসুম।কে জানতো এটাই ছিলো সায়নের বুকে কুসুমের শেষ মাথা রাখা!আগে জানলে হয়তো কুসুম আরও কিছুক্ষণ মাথা রেখে শুয়ে থাকতো সায়নের বুকে।


সায়ন যাওয়ার আগে কুসুমকে একটা ফোন উপহার দিয়ে যায়।আর কথা দিয়ে যায় খুব তাড়াতাড়ি ফিরে আসবে সে।

হ্যাঁ সায়ন কথা রেখেছিলো। যাওয়ার মাত্র ১১দিনের মাথায় ফিরে এসেছিলো সে।তবে এসেছিলো লাশ হয়ে।


সায়নের প্রাণহীন দেহটা উঠানে রাখতেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলো কুসুম।যখন জ্ঞান ফিরলো ততক্ষণে দাফনকাজ শেষ হয়ে গিয়েছিলো।কেননা লাশ দেশে পৌছাতেই তিনদিন লেগে গিয়েছিলো।লাশে পঁচন ধরতে শুরু করেছিলো।

কবরে যাওয়ার আগে তাই শেষদেখা হয়নি কুসুম আর সায়নের।জ্ঞান ফেরামাত্র পাগলের তাণ্ডব শুরু করেছিলো কুসুম।গ্রামকে গ্রাম লোক আসতো কুসুমকে দেখতে।তারপর শ্বশুড়বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো কুসুমকে।তারপর ধীরে ধীরে কুসুম শান্ত স্রোতহীন নদীর মতো হয়ে গেলো।তবে রাগ,দুঃখ,অভিমান তার আজও আছে।সেটা শুধু জানে কবরে শুয়ে থাকা সায়নের প্রাণহীন দেহটা।


মাঝরাতে নিঃস্তব্ধ পুকুরপাড়ে বসে অতীতের স্মৃতিচারণ করছিলো কুসুম।ঝি ঝি করে ঝিঝিপোকা ডাকছে।কুসুমের ইচ্ছে করছে সায়নের মুখটা একবার দেখতে।আজকাল খুব ইচ্ছা করে পৃথিবীর মায়া কাটিয়ে সায়নের কাছে চলে যেতে।হঠাৎ পিঠে কারও ঠাণ্ডা হাতের স্পর্শ পেয়ে পিছু ফিরে তাকায় কুসুম।পেছনে চাপা দাঁড়িয়ে আছে।


-কিরে আপা,অন্ধকারে একা একা কি করিস?তোর ভুতের ভয় করে না?আগে তো খুব ভয় পেতিস ভুতে।


-ভুতে কারা ভয় পায় জানিস বোনু?যাদের বেঁচে থাকার আকাঙ্ক্ষা আছে।আমি তো বাঁচতেই চাইনা।আমার আবার কিসের ভয়!


আর কথা বাড়ালো চাপা।চুপচাপ কুসুমের পাশে গিয়ে বসলো।চাপা যেন নিজের বোনকেই চিনতে পারছে না।রাতের আধারে এই রহস্যময়ী রমণীকে খুব অচেনা লাগছে চাপার।এই কি তার সেই প্রাণোচ্ছল বড় আপা!


কুসুম আবার বলতে শুরু করলো,

-তোর বিয়ের তো বেশি দেরী নেই বোনু।এক সপ্তাহ ও না।একটা কথা বলি মনে রাখিস।নিজের স্বামীকে কখনো চোখের আঁড়াল করিস না।আঁচলে বেধে রাখিস।আঁচলের বাঁধন আলগা হলেই কিন্তু আর খুঁজে পাবি না।

-আচ্ছা আপা, ভালবাসার মানুষকে ছেড়ে বেঁচে থাকা কি খুব কষ্ট?


-খুব কষ্ট রে বোন।অন্তরটা জ্বলেপুড়ে ছাই হয়ে যায়।কাউরে দেখানো যায় না।

বিড়বিড় করতে করতে পুকুরপাড় থেকে উঠে ঘরের দিকে হাঁটা দিলো কুসুম।


পুকুরপাড়ে বসে চাপা ভাবছে,

সে তাহলে কি করে নিজের ভালবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে?এই বিয়েটা করা ভুল হবে না তো?এই বিয়েটা করলে সে ও আপার মতো ভালবাসার কষ্টে এভাবে তিলেতিলে শেষ হবে না তো?

উঁহু আর কিছু ভাবতে পারে না চাপা।ধীরে ধীরে পা বাড়ায় ঘরের দিকে।


একে একে সাতটা দিন পার হয়ে গিয়েছে।আজ চাপার বিয়ে।সকাল থেকে তোড়জোড় এর শেষ নেই।শহরের বড়লোক বাড়িতে বিয়ে হচ্ছে চাপার।ছেলে বিরাট ব্যবসায়ী। সবার খুশি যেন ধরে না।

তবে এতোকিছুর মধ্যে একমাত্র চাপায় অখুশি।কারন সে ঠিক করে ফেলেছে নিজের ভালবাসার মানুষ এর সাথে পালিয়ে যাবে সে।চাপার প্রেমিক অনিক ও অবশ্য পালানোর জন্য তৈরী হয়ে আছে।কথা দিয়েছে গ্রামের সীমানায় পুরোনো খালপাড়ে অপেক্ষা করবে সে চাপার জন্য।


তিলে তিলে গড়ে তোলা ২ বছর এর প্রেম।পাশের গ্রামের রতন মাঝির ছেলে অনিক।শহরের ভার্সিটিতে পড়ে।মেধাবী ছাত্র সে।শুধু বাবা মাঝি বলেই ওকে বিয়ে করা যাবে না।হ্যাঁ এটাই সমাজের নিয়ম।চাপা অবশ্য সেসব নিয়মের ধার ধারে না।তাই পালিয়ে যাওয়ার সাহস দেখিয়েছে।এখন শুধু সুযোগের অপেক্ষা।

পুরো বাড়িতে বিয়ের আমেজ লেগেছে।কচিকাঁচারা হাতে মেহেদী সাজাতে ব্যস্ত,কেউ  রঙ খেলার ফন্দি আঁটছে, কেউ বা মায়ের কাছে ঘ্যানঘ্যান করছে কোন জামাটা পড়বে।মুরব্বিরা মেতে উঠেছে নানারকম রঙ্গ তামাশায়।কখনো নিজেদের মধ্যে আর কখনো নাতিনাতকুর এর সাথে।


এসবের মধ্যে মধ্যম বয়সের মানুষগুলোর কাজের চাপে জিরোবার ফুসরত মিলছে না।পুরুষেরা বাজার আর বরযাত্রীর আপ্যায়ন এর ব্যবস্থা নিয়ে ব্যস্ত।

মহিলাদের একদল পেয়াজ,রসুন,আদা কাটাকাটিতে ব্যস্ত।এতো মানুষ এর রান্না চাট্টিখানি কথা নয়।তাছাড়া হাতে সময় কোথায়!বাদ যোহর বিয়ে।অন্যদল কনে সাজাতে ব্যস্ত।বিয়ে বাড়ির কাজের কি আর শেষ আছে!

এতোকিছুর মধ্যে কুসুমের কোনো কাজ নেই।তাকে কেউ কোনো কাজে ডাকছে না।সে যে অপয়া।শুভ অনুষ্ঠানে তার কি আর কাজ করতে আছে!

দাওয়ার একপাশে কুসুম বসে বসে সব কাণ্ড দেখছে।আজ বোনের বিয়েতে হয়তো তারই সবথেকে বেশি কাজ করার কথা ছিলো।কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর।

এর মধ্যেই কচিকাঁচাদের হৈচৈ শোনা যাচ্ছে। বর এসেছে,বর এসেছে।সাথে সাথে ছেলেবুড়ো সব ছুটলো নতুন বর দেখতে।শালীরা সব বরের গেইট ধরতে ব্যস্ত।গেইট ধরে যা টাকা হবে ভাগ করে নেবে সবাই।


এতোকিছুর মধ্যে চাপা দেখলো ঘরে সে ছাড়া কেউ নেই।সবাই বর দেখতে ছুটেছে।এই তো সুযোগ।চট করে কোনো এক আত্মীয়ের কালো বোরকা আর নিকাব পড়ে নিলো চাপা।বিয়ে বাড়িতে বোরখা পড়ে কে যাচ্ছে আর কে আসছে দেখার সময় কোথায় সবার!


তারপর!সারা বাড়ি খুঁজেও কনেকে পাওয়া গেলো না।বিয়ে বাড়িতে হুলস্থুল।কথাটা এক কান,দুকান করে বরযাত্রীদের কানে পৌছালো।

ছেলের বাবা বড় ব্যবসায়ী। বুদ্ধিমান মানুষ। তিনি কোনো উচ্চবাচ্য করলেন না।সাবের আলীকে আড়ালে ডেকে বললেন,

-দেখেন ভাইসাব,আমি ব্যবসায়ী মানুষ। সমাজে একটা সম্মান আছে।আপনার মেয়ে এভাবে যে নাক কাটবে আমি ভাবতেও পারিনি।আমি অশান্তি চাচ্ছি না।এখন খালিহাতে ফিরে গেলে আমাকে আর আমার ছেলেকে নিয়ে পাঁচজনে পাঁচরকম কথা বলবে। তার চেয়ে অন্য কোনো বিবাহযোগ্য মেয়ে থাকলে বলেন।বিয়েটা মিটে যাক।


সাবের আলী এমন কোনো মেয়ের সন্ধান পেলেন না যাকে আপাতত কনেরুপে বরপক্ষের সামনে পাঠানো যায়।


-দেখেন ভাইসাহেব তেমন কাউরে তো দেখতেছি না।আমার শালীর এক মেয়ে আছে তা সে নিতান্তই শিশু।৭ম শ্রেণিতে পড়ে।আর আমার দুইটাই মেয়ে। বড় মেয়ে তো জানেনই বিয়ের একমাসের মাথায় বিধবা হয়ে আমার কাছেই আছে।


-তাহলে আপনার বড় মেয়েকেই সাজিয়ে নিয়ে আসুন।


-কি যা তা বলছেন! আপনার ছেলে মানবে নাকি!আর তাছাড়া কে মানবে এই বিয়ে।


-ঠিক আছে আমি আমার ছেলের সাথে পরামর্শ করে দেখছি।যদি রাজি করাতে পারি তাইলে ওই মেয়েকেই সাজিয়ে আনবেন।আপনি না হয় বাড়ির মানুষদের কাছে পরামর্শ নেন।


সাবের আলী নিজের স্ত্রীর কাছে বরের বাবার দেওয়া প্রস্তাব রাখতেই তিনি খুশি হয়ে উঠলেন।এদিকে ছেলেকেউ রাজি করিয়ে নিয়েছে ছেলের বাবা।শুধু বাধ সাজলো একজন।সে হল কুসুম।নিজের ছোটবোনের হবু স্বামীকে বিয়ে করতে পারবে না সে।

কুসুমের কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলো কুসুমের মা।


-হতোভাগী এতো বড় সুযোগ পেয়েও তুই হারাবি?গায়ের লোকের লাথিঝ্যাটা খেয়েও তোর লজ্জা নাই?ওতো বড় মানুষ টা যেচে তোরে ঘরে তুলতে চাচ্ছে।আর তুই এখনো বোকামি করবি?এমন সুযোগ বারবার আসে না।


-মা তোমারে দেখে মনেই হচ্ছে না তোমার আরেক মেয়েরে খুঁজে পাওয়া যাচ্ছে না।চাপাটার কথাও তো ভাবো।


-যে গেছে নিজের কপাল নিয়ে গেছে।যে মেয়ে বংশের মুখ পোড়ায় তারে আমি মেয়ে মানি না।কিন্তু এই বরযাত্রী যদি আমার বাড়ি থেকে আইজকে ফিরে যায় আমি কয়ে দিলাম আমি আর তোর বাপ এক দড়িতে ঝুলবো।দুই বোন আর কতো নাক কাটবি আমাগো?



অবশেষে বিয়েটা হয়ে গেলো কুসুম আর চাপার হবুবরের।লোকটাকে চেনে না জানে না কুসুম।নামটাও জানে না।দেখেনি কখনো।হয়তো ছোটবোনের স্বামী হিসেবে দেখতো।কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আর সেই লোকটাই কুসুমের স্বামী।বিয়ে মিটতে মিটতে মাগরিবের আযান হয়ে গিয়েছে।নামায শেষেই বরযাত্রী বউ নিয়ে রওনা হবে।


আজ সারাদিনে এতোকিছুর মধ্যে সায়নের কবরের কাছেই যাওয়া হয়নি চাপার।বুক ফেটে কান্না পাচ্ছে তার।সায়নের মৃত্যু পর্যন্ত তাকে আর সায়নকে আলাদা করতে পারেনি।কিন্তু কুসুমের মনে হচ্ছে এই একটা বিয়ে তাদের জনম জনমের জন্য আলাদা করে দিয়েছে।কুসুমের ইহকাল পরকাল কোথাও আর হয়তো সায়ন থাকবে না!ভাবতেই পারছে না কুসুম।


কুসুমের খুব চিন্তা হচ্ছে।সে চলে গেলে সায়নের কবরের যত্ন নেবে কে!

খুব সুন্দর একটা ডালিম গাছ লাগিয়েছে কুসুম সায়নের কবরে।তারই বা যত্ন নেবে কে!তার অবর্তমানে সায়নের যে খুব কষ্ট হবে।


বরের পোশাক পড়ে দাঁড়িয়ে আছে কুসুমের সদ্য বিয়ে করা স্বামী রাফসান।বিদায় বেলা আগত।গাড়িতে উঠতেই কুসুমের বুকের মধ্যে ধক করে উঠলো।চেনা গ্রাম,চেনা মানুষ, চেনা পৃথিবী আর সায়নকে ছেড়ে সে চলে যাচ্ছে অনেক দূর।কে জানে সেখানে তার জন্য কি অপেক্ষা করছে!কেউ কি এতো সহজে মেনে নেবে তাকে?আর তার স্বামী  তার পক্ষেও কি চাপার জায়গায় তার মতো বিধবা একটা মেয়েকে মেনে নেওয়া সম্ভব!ক্লান্তি আর চিন্তায় দুচোখ বন্ধ হয়ে আসে কুসুমের।


(গল্পটির পরের পর্ব অতি শীঘ্রই আসবে,তাই সবাই poesy এর সাথেই থাকবেন)

"অপয়া"-তামান্না ইসলাম।।পর্ব-০১

"বিয়ের এক মাসের মধ্যে যে মেয়ে স্বামীকে খেয়ে বসে থাকে তাকে কি বলে জানিস?অপয়া।আর তুই ঠিক তাই।মরতে পারিস না তুই?"

কথাটা বলে কুসুমের সামনে থেকে ভাতের থালা ছুঁড়ে ফেললো ওর মা রাবেয়া বেগম।সারাদিনের কাজের শেষে মাত্রই কচুর শাক দিয়ে ভাত মেখে খেতে বসেছিলো সে।

কুসুম তেমন কিছুই মনে করলো না।শুধু বা হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে হাঁটা দিলো বাইরের দিকে।গন্তব্য! পুকুরের পাশের আমবাগান পেরিয়ে কবরস্থানটা।


গত এক বছর ধরে এসব সহ্য করে আসছে সে।গা সওয়া হয়ে গিয়েছে তার এসব।আসলে বাবা মা অবিবাহিত মেয়েকে বছরের পর বছর খাওয়াতে পারে কিন্তু বিবাহিত মেয়ে বাবা মা এর বোঝা।তারপর কুসুম বিধবা হয়ে এসে বসে আছে বাবা মা এর অভাবের সংসারে।হাজার কাজ করলেও দুবেলা দু মুঠো ভাত খেতে যেন যুদ্ধ করতে হয় তাকে।


কুসুমের বাবা সাবের আলী একজন ভাগচাষী।পরের জমিতে থেকে যেটুকু আয় হয় এই দিয়ে সংসার চলে।তার ওপর ঘাড়ে ৩ টা সন্তান। সবাইকে লেখাপড়া শিখিয়েছেন তিনি।কুসুম তার বড় মেয়ে,ছোট মেয়ে চাপা আর একটা ছোট ছেলে আছে বছর দশেকের।

সাবের আলী ১ বছর আগে অনেক টাকা খরচ করে ধুমধাম করে বিয়ে দিয়েছিলেন বড় মেয়ের  এই গ্রামের সবথেকে ভালো ছেলেটার সাথে।ভেবেছিলেন মেয়েটা খুব সুখী হবে।কুসুমের অবশ্য সুখের কমতি ও ছিলো না।কুসুমের স্বামী সায়ন প্রচণ্ড ভালোবাসতো তাকে। কিন্তু হতভাগীর কপালে সুখ সইলো না।বিয়ের ২৬ দিনের মাথায় বিধবা হলো সে।ফিরে আসলো বাপের বাড়ি।সেই থেকে মেয়েটা অনেক কষ্ট সহ্য করেছে।কিন্তু একটু ও সুখ পায়নি।


কিছুদিন পর সাবের আলীর বাড়িতে আবার বিয়ে।কুসুমের ছোটবোন চাপার বিয়ে হবে ১ সপ্তাহ পর।গ্রামের মানুষ বলে কুসুম নাকী অপয়া।তাই গ্রামের কোন শুভ অনুষ্ঠানে ডাকা হয় না তাকে।রাবেয়া বেগমেরও আজকাল তাই মনে হয়।বারবার মনে হয় অপয়া বড় মেয়েটার জন্য ছোট মেয়েটার বিয়েতে গণ্ডগোল হবে না তো?ফলস্বরুপ প্রায়ই কুসুমের সামনে থেকে ভাতের থালা নিয়ে ছুঁড়ে ফেলে দেন তিনি।তার ওপর নানা অত্যাচার তো আছেই।কুসুম অবশ্য মুখবুজে সহ্য করে এসব।অবশ্য তারই বা কি করার আছে!

প্রায়ই কুসুমের জন্য বিয়ের প্রস্তাব আসে।কেউ দোজবরে,কারও ঘরে সন্তান আছে অথবা কেউ ঘাটের মরা।প্রত্যেকটা প্রস্তাব ফিরিয়ে দেয় সে।সায়নের স্মৃতিটুকু আঁকড়ে বাকী জীবনটা কাটিয়ে দিতে চায় সে।তাতে মায়ের সাই না পেলেও বাবার প্রশ্রয় আর ভাইবোনেদের সমর্থন ঠিক পায় সে।



সবেমাত্র  প্রাইভেট শেষ করে বাড়ি এসেছে চাপা।এইচএসসি দেবে সে এবার।বড় মেয়েকে অনার্সে ভর্তি করেছিলেন সদরের কলেজে।তাই হয়তো বিধবা হয়েছে।এমনটাই ভাবেন রাবেয়া বেগম।তাই ছোটমেয়ের বিয়ে টা তিনি ইন্টারের আগেই দিয়ে দিতে চান।বাড়ি ফিরেই চাপা কুসুমকে ডাকতে শুরু করলো,

-আপা,এই আপা।

-কিরে কি হয়েছে? আপাকে খুজচ্ছিস কেনো?

-আপা কোথায় মা?

-জানিনা আমি।দেখ কোথায় আছে।

-মা,তুমি আজও আপাকে খেতে দাও নি।তাইনা?বারান্দায় ভাত পড়ে আছে।তুমি কি চাও মা?ওকে কি মেরে ফেলতে চাও?


রাবেয়া বেগম কোনো কথা বললেন না।আঁচলে চোখ মুছতে মুছতে চলে গেলেন রান্নাঘরে।মেয়েটা এ বাড়িতে ফিরে আসার পর ভালো মুখে কথা বলেননি তিনি ঠিকই।কিন্তু কুসুম তো তার নিজের মেয়ে।কষ্ট তারও হয়।বুকটা ফেটে যায় ওই হতভাগীর জন্য।


চাপা খুব ভালো করে জানে কুসুম কষ্ট পেলে কোথায় যায়।তাই দেরী না করে চলে এলো কবরস্থানে।গিয়ে দেখলো সায়নের কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছে কুসুম

আর বিলাপ করছে,

"আপনি কেনো আমাকে ছেড়ে গেলেন।আমাকে নিয়ে গেলেন না কেনো।আমার যে আপনাকে ছাড়া খুব কষ্ট হয়।আমার দুঃখের কথা আমি কারে বলবো।কি নিয়ে বাঁঁচবো আমি।রোজ রোজ তিলে তিলে মরার চেয়ে একবারে মরে গেলেও তো শান্তি পাইতাম।"


দূর থেকে দাঁড়িয়ে কুসুমের কান্না দেখছে চাপা।১ বছর আগেও কুসুম ছিলো হাসিখুশি প্রাণোচ্ছল একটা মেয়ে।কিন্তু আজ সেই কুসুমই মনে করতে পারেনা শেষ কবে হেসেছে।

আচ্ছা!ভালোবাসার মানুষকে ছাড়া বেঁচে থাকা কি সত্যিই খুব কষ্টের!তাহলে সে কি সুখী হবে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে?তাহলে কি করবে সে?আপার মতো ভালোবাসা ছাড়া বাঁচার চেষ্টা করবে নাকি ভালোবাসার মানুষ এর হাত ধরবে?

আর কিছু ভাবতে পারে না চাপা।ধীরপায়ে এগিয়ে যায় কুসুমের কাছে।


চাপার উপস্থিতি টের পেয়ে কুসুম চোখের পানি মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বললো,

-কিরে বোনু তুই এখানে?


-মা আজও খেতে দেয়নি তোকে?


-কই না তো।আমি খেয়েছি।


-আমাকেও মিথ্যা বলবি?


এই পর্যায়ে,ডুঁকরে কেঁদে উঠলো কুসুম।কাঁদতে কাঁদতে বললো,

-মায়ের আর কি দোষ বল?বিধবা হয়ে ঘাড়ে চেপে বসে আছি তারপর আবার সামনে তোর বিয়ে।সবাই ভাবছে আমার জন্য তোর বিয়েতে বাধা পড়বে।


-তুই ও কি তাই ভাবছিস আপা?


-কি জানিস তো বোনু।সবাই মিলে একটা মিথ্যাও যদি কানের কাছে সবসময় বলতে থাকে সেটা একসময় সত্যি মনে হয়।আর তাছাড়া সবাই তো ভুল বলে না।আমার সাথে বিয়ে না হলে সায়ন হয়তো বেঁচে আজকে থাকতো।আর আমারও মনে হয় আমি অপয়া।তা না হলে ৩ ঘর পরেই আমার শ্বশুড়বাড়ি।অথচ দেখ সেখানেও আমার জায়গা হলো না স্বামীর মৃত্যুর পর।


-একদম চুপ।অনেক হয়েছে।বাড়ি চল।


বাড়ির কাছাকাছি আসতেই দুবোন দেখতে পেলো ওদের বাবা ওদের দিকে এগিয়ে আসছে।

-কিরে মা কোথায় গিয়েছিলি দুবোনে?


-সামনেই।জানো বাবা মা আজও আপাকে খেতে দেয়নি।


-হুম শুনলাম।তার আর দোষ কি বল।নানা লোকে কান ভারী করে।মায়ের কথায় রাগ করিস না মা।চল খেয়ে নিই।


সাবের আলী দুই মেয়েকে নিয়ে খেতে বসেছেন।দূর থেকে বাবা আর মেয়েদের ভালোবাসা দেখছেন রাবেয়া বেগম।তার চোখে পানি চিকচিক করছে।কুসুম তারও নিজের মেয়ে।মেয়েটাকে অনেক যত্নে বড় করেছেন তিনি।সেই মেয়ের কপালে এতো কষ্ট হবে কে জানতো।কিন্তু মায়ের অভিশাপ এর মধ্যেও দুয়া থাকে।রাবেয়া বেগম প্রত্যেক নামাজের মোনাজাতে দোয়া করেন কুসুমের দুর্দশা যেন কেটে যায়।তিনি বিশ্বাস করেন তার এই অপয়া,অভাগী মেয়ে ও একদিন রাজরাণী হবে।শুধু যদি বিয়েতে রাজি হতো! 


মাঝরাতে ঘুম ভেঙে যায় চাপার।ঘুম ভেঙেই কুসুমকে দেখতে পায় না সে।ধীর পায়ে এগিয়ে যায় পুকুরপাড়ের দিকে।হয়তো সেখানে বসেই নিজের অতীতে ফিরতে চেষ্টা করছে কুসুম।


কুসুম সেদিন কলেজ থেকে ফিরছিলো বান্ধবীদের সাথে।রাস্তায় এলাকার কিছু বখাটে খুব জ্বালাচ্ছিলো তাদের।আর সেদিনই সিনেমার নায়ক এর মতো তাদের সামনে এসেছিলো কুসুমদের প্রতিবেশী সায়ন ভাই।

সায়নকে দেখেই পালিয়ে গিয়েছিলো ছেলেগুলো।আর সেদিন থেকেই কুসুম এর বাড়ি যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে থাকতো সায়ন।যদিও আগে টুকটাক কথা হতো।কিন্তু তারপর থেকেই তাদের কথা বলা বাড়তে থাকে।আর কুসুমের ও কিশোরী মনে সিনেমার নায়কের জায়গা দখল করে নিয়েছিলো সায়ন।কুসুম আসার সময় ইচ্ছে করেই নানা অযুহাতে বান্ধবীদের সাথে আসতো না।এমনি একদিন বান্ধবীদের ফাঁকি দিয়ে কুসুম এসে দাঁড়িয়েছিল মোড়ের মাথায় ঠিক যেখানটায় সায়ন দাঁড়াতো।কুসুম কে দেখেই মুখে কপট রাগ এনে সায়ন বলেছিলো,

-কি রে তোর সাঙ্গপাঙ্গ কই?


-একাই এসেছি।


-কেনো রে?ঝগড়া করেছিস।


-উহু।


-তবে?


-জানিনা।


-আচ্ছা শোন,একা চলাফেরা করিস না।ছেলেগুলো ভালো না।আবার বিরক্ত করতে পারে।


-তাতে কি।তুমি তো আছো।


-সবসময় যদি আমি না থাকি?


-থাকতে হবে।


-আমার কিসের দায় তোর রক্ষা করার?তোর বাপে কি আমারে তোর ঠেকা দিয়ে রাখছে?


-ঠেকা নিলেই হয়।কে বারণ করছে?


-কি বললি?


-কিছু না।


সেদিনের মতো ছুটে পালিয়েছিলো কুসুম লজ্জায় রাঙা হয়ে।আর সায়ন?কতশত স্বপ্ন বুনেছিলো সেই চঞ্চল,উচ্ছল কিশোরীকে নিয়ে।তারপর?

(অপয়া পরের পর্ব আসবে,তাই poesy এর সাথেই থাকুন)